সাপ্তাহিকী
|
বদরুজ্জামান জামান
|
|
চারিদিকে লাশ আর লাশ (কবিতা)
08 Sep, 2013
পথ চলতে এখন বড় বেশী ভয়
বুকের ভিতর ভয় মাথার ভিতর ভয়
মৃত্যুর ভয় লাশের ভয় ।
চারিদিকে লাশ আর লাশ ।
কারা ছড়াল এত লাশ
পুকুর ধারে, ডোবার মাঝে, নদীর জলে,
ঘরে বাইরে, রাস্তাঘাটে, ডাষ্টবিনে
ডাম্পিং ষ্টেশনে সর্বত্র ।
মগজের মেঝেতে রাত্রির আঁধার, ভোর
কিংবা মধ্যদুপুর সারাক্ষন ঘুরে বেড়ায় লাশ ।
চোখের চাহনিতে লাশ, হাতের ইশারায় লাশ
বন্দুকের নলে লাশ, বুট জুতায় পিষ্ট
লাশ টিয়ার গ্যাসের মাঝে হামাগুড়ি দেয় লাশ
চারিদিকে লাশ আর লাশ।
এই তো ক'টা দিন আগেই বাতাস বইত
পাখিরা উড়ত মনের সুখে
বসন্তের পত্রঝরা শব্দে শুনা যেত কোকিলের গান
মানুষের মাঝে মানুষ ছিল উল্লাসিত
চোখে মুখে স্বপ্নের হিড়িক সুন্দর পৃথিবীর।
হঠাৎ কেমন যেন গেল এই জনপদ।
লাশের গন্ধে শ্বাসরুদ্ধ বাতাসের আর্তনাদ
লাশ উড়ছে মাথার উপর
লাশ ভাসছে নদীর জলে খাল বিল আর সমুদ্রে ।
মৃত্যুর খেলা লাশের মেলা বসছে যেন সব দিকে।
কারা বানাল সবুজ শ্যামল জনপদ কে মৃত্যুমঞ্চ,
কারা ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে জীবন্ত
মানুষের রক্ত মাংস হ্রদপিণ্ড,
কারা উপড়ে ফেলছে সবুজের শিকড়,
কারা অনাগত সুন্দরের পথ আগলে দাঁড়ায়
কারা মানব শিশুর ভ্রুনের উপর আক্রমন চালায় ?
কেউ জানে না তারা কারা
কিংবা সবাই জানে তারা কারা
কেউ পারে না কিছু বলতে
কেউ পারে না কিছু করতে...
তাই পথ চলতে এখন বড় বেশী ভয়
বুকের ভিতর ভয়, মাথার ভিতর ভয়
মৃত্যুর ভয় লাশের ভয় ।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন