সাপ্তাহিকী
আমি আসছি (কবিতা)
01 Dec, 2012
সব প্রতিক্ষার অবসান ঘটিয়ে
আমি আসছি হে বন্ধু আসছি
শ্যামল বাংলার সবুজ গায়ে
তোমার কাছে আমি আসছি।
তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি
মনের মাঝে ছবি আঁকছি
নীরবে আমি তোমাকেই ডাকছি,
তোমার কাছে আমি আসছি।
না বলা সব কথা নিয়ে
ভালোবাসার গল্প নিয়ে
প্রেম তরঙ্গে আমি ভাসছি,
ভেসে ভেসে .. ..
তোমার কাছে আমি আসছি।
প্রজাপতির ডানা নিয়ে
ভালোবাসার আকাশ দিয়ে
পাখা মেলে আমি উড়ছি,
উড়ে উড়ে .. ..
তোমার কাছে আমি আসছি।
অনেক দুর বহু দুর থেকে
সকল ভাবনা ফেলে রেখে
তোমাকে নিয়েই ভাবছি,
তোমার কাছে আমি আসছি।
তুমি থেকো না বন্ধু দুরে দুরে
আপন ভেবে রেখো মনের ঘরে
তোমাকেই তো আমি আপন ভাবছি,
তোমার কাছে আমি আসছি।
তোমার জন্য রেখেছি সংরক্ষিত
আমার সকল ভালবাসা,
তোমাকে নিয়ে আমার সকল আশা
তোমাকে নিয়েই সুখের জাল বুনছি
তোমার কাছে আমি আসছি।
কে তুমি ? যদিও এখনো হয়নি জানা
ভালবাসতে তো নেই মানা,
তবুও তোমানে নিয়েই ভাবছি
তোমার কাছে আমি আসছি।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন