বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে নোয়াখালীতে তাঁর নিজ বাড়িতে পুলিশ অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সন্ধ্যায় মওদুদ আহমদ নিজেই প্রথম আলোর কাছে এ অভিযোগ করেন। এ নিয়ে আজ বিকেলে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।
মওদুদ আহমদের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে। তাঁর অভিযোগ, তাঁর বাড়ির আশপাশে পুলিশের পাহারা থাকায় দলের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে দেখা করতে আসতে পারছেন না। গতকাল তাঁর সঙ্গে দেখা করতে আসার চেষ্টা করলে চর এলাহী ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে পুলিশ আটক করে। উদ্ভূত পরিস্থিতিতে কার্যত তিনি বন্দী অবস্থায় আছেন বলেন মওদুদ আহমদ দাবি করেন।
মওদুদ বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে আসার পর পুলিশ তাঁকে বাড়ি থেকে কোথাও যেতে নিষেধ করে। তিনি বাড়িতে এলে দলীয় নেতা-কর্মী ও সাধারণ অনেক মানুষ তাঁর সঙ্গে দেখা করতে আসতেন। তাঁরা এখন আসতে পারছেন না।
মওদুদ আহমদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মওদুদ আহমদ একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ। তাঁর নিরাপত্তার একটা বিষয় রয়েছে। এটা তো ঢাকা শহর নয়, যেখানে মোড়ে মোড়ে পুলিশ থাকে। তাই গ্রামের মধ্যে কেউ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে না পারে, সে জন্য পুলিশ রাখা হয়েছে।’
বিএনপির সংবাদ সম্মেলন: দলের জ্যেষ্ঠ নেতাকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখার ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। জেলা আইনজীবী সমিতির গ্রন্থাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার অভিযোগ করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বৃহস্পতিবার দুপুরে বাড়িতে আসার আগেই তাঁর বাড়ির আশপাশে পুলিশ অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাড়িতে ঢোকার পর পুলিশ তাঁকে বাড়ি থেকে বের হতে নিষেধ করে দেয়। এ অবস্থায় দলের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে দেখা করতে পারছেন না।
গোলাম হায়দার অভিযোগ করেন, আজ সকালে মওদুদ আহমদের বাড়ির সামনে থেকে ১০ জন নেতা-কর্মীকে আটক করার পর থেকে দলের অন্য নেতা-কর্মীদের মাঝে গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে। তিনি পুলিশের এই ভূমিকার নিন্দা জানিয়ে বলেন, পুলিশ সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে খুশি করতে এসব করছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, নোয়াখালী শহর বিএনপির সভাপতি আবু নাছের, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হাছান মো. নোমান।
আওয়ামী লীগের পাল্টা সংবাদ সম্মেলন: বিএনপির নেতা মওদুদ আহমদের বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। আজ শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান দাবি করেন, মওদুদ আহমদ সব সত্যকে পাশ কাটিয়ে সরকারের সফল মন্ত্রী ও আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মিথ্যাচার করে আসছেন। মওদুদ আহমদ তাঁর বাড়িতে এলে দলীয় নেতা-কর্মীরা তাঁর উপস্থিতিতে সংঘর্ষে লিপ্ত হয়। তাই পুলিশ তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য তাঁর বাড়ির সামনে অবস্থান করছে। কিন্তু তিনি সত্য আড়াল করতে মিথ্যাচার করছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, বসুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি রেয়াজুল হক, সাধারণ সম্পাদক আবদুল খায়ের প্রমুখ।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন