দেশে গুম-খুন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এমন এক পর্যায়ে এসে উপনীত হয়েছে যে, আজ কথা বলার সময় নেই। এখন তীব্র প্রতিবাদ করার সময়। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এভাবে মানুষ গুম-খুনের শিকার হতে পারে না। দেশে একদলীয় স্বৈরাচারী সরকার বিরাজ করছে বলেই এতো গুম-খুন আর বিচার বহির্ভূত হত্যা হচ্ছে। তাই স্বৈরাচার এ সরকারের বিরূদ্ধে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে বলে মন্তব্য করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.পিয়াস করিম।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইয়ূথ মুভমেন্ট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘বিচারবহির্ভূত হত্যা, গুম-খুনের’ প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বিশিষ্ট সাংবাদিক আমান উল্লাহ কবীর বলেন, গুম-খুন দেশে মহামারি আকার ধারণ করেছে। এসবের বিরূদ্ধে ঘরে বসে প্রতিবাদ করে লাভ নেই। সবাইকে রাস্তায় নেমে আসতে হবে। রাস্তায় এসে প্রতিবাদ করতে হবে। গুম-খুনের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেন, সরকারের আচরণ দেখে মনে হয়- তারা কৃত্রিম সুখ সাগরে ভাসছেন। কিন্তু এই গুম-খুনের জন্য আপনাদেরকে জনগণের কাছে একদিন অবশ্যই জবাবদিহি করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে জাতীয় প্রেসক্লাব সবসময় পাশে থেকেছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষার যে কোনো আন্দোলনে জাতীয় প্রেসক্লাব জনগণের সঙ্গে থাকবে।
অনুষ্ঠানে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রহুল আমীন গাজী বলেন, যে আওয়ামী লীগ সংবিধান থেকে আল্লাহর নাম মুছে ফেলতে পারে তাদের মন্ত্রীরা তো মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও পবিত্র হজ নিয়ে কটূক্তি করবেন এটাই স্বাভাবিক।
তিনি বলেন, কিন্তু আমরা আশ্চর্য হই তখনই- যখন লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতিবাদ মিছিলে পুলিশ গুলি চালায়। তখন আমাদের বুঝতে বাকি থাকে না সরকারের আসল উদ্দেশ্য কী?
রহুল আমীন গাজী বলেন, বাংলাদেশের মানুষ এই জলুম অত্যাচারের বিরুদ্ধে ফুঁসে উঠছে। এজন্য অচিরেই সরকারকে চরম মূল্য দিতে হবে।
আয়োজক সংগঠনের আহ্বায়ক শ্যামা ওবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট কাজী সিরাজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন