ধর্ষক নাঈমের সাথে অনেকেরই সুসম্পর্ক ছিলো। কে জানতে সে ধর্ষক? ফারহানা নিশোর বরখাস্ত কতটা যুক্তি সংগত? কেন এমন মেধাবি একজনকে এভাবে চাকরিচ্যুত করা হলো? এ কোন কর্পোরেট সংস্কৃতি?
এটিএন নিউজের মুন্নী সাহার সাথেও নাঈমের ছবি আছে, এতে মুন্নীর দোষ কোথায়? ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ইমেকার্সে কাজ করার সুবাদে সহজেই মডেল, অভিনেত্রী, উপস্থাপিকাদের সঙ্গে তার সখ্যতা ছিল।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রীতম আহমেদে’র সঙ্গে ধর্ষকের ছবি পাওয়ার প্রসঙ্গে প্রীতম তার ফেসবুকের একটি স্ট্যাটাস দিয়েছেন। এখানেই শেষ নয়! আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এর পাশে দাঁড়ানো অবস্থায় ছবি রয়েছে ধর্ষক নাঈম আশরাফের! বাদ যাননি ক্রিকেটার আশরাফুল, নাসির, সাকিব আল হাসান, এমনকি হিরো আলমসহ খ্যাত-অখ্যাত অনেক নায়ক নায়িকা।
তাহলে নিশোর কেন এমন শাস্তি ভোগ করতে হবে?
এর আগেও শাফাত আহমেদ ও নাঈম আশরাফের একটি সেলফি নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনা হয়েছে। নিজের তোলা এই সেলফিটি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন নাঈম আশরাফ। ছবিতে দেখা যায়, এক পুলিশ কর্মকর্তার সাথে দাঁড়িয়ে রয়েছেন শাফাত ও নাঈম। পেছনে ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের নামের একটি বোর্ড রয়েছে। তাতে ধারণা করা হচ্ছে ছবিটি ওই পুলিশ কর্মকর্তার অফিস কক্ষেই ধারণ করা। ৩ মে এই ছবিটি তোলা হয় বলে দাবি অনেকের। আর বনানীতে দ্য রেইনট্রি হোটেলে ঘটনাটি ঘটে ২৮ মার্চ। ৪ মে বনানী থানায় ধর্ষণের অভিযোগ করেন দুই তরুণী। পুলিশ ৬ মে অভিযোগ গ্রহণ করে।
পাঠক মন্তব্য
কার সাথে কার সেলফি রয়েছে সেটি মুখ্য বিষয় নয়। সামাজিক ভাবে সে নিশ্চই নিজেকে ধর্ষক বলে পরিচয় দিতো না সুতরাং কোন একটি ছবিকে কেন্দ্র করে কাওকে তার অবস্থানচ্যুত করা সম্পূর্ন অযৌক্তিক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিৎ।
কার ও গায়ে লেখা থাকে না অপরাধী কিনা । এক্ষেত্রে তার পূর্ববর্তী কর্মকান্ড বিবেচনায় নিতে হবে । নিশোর বিষয়টি অধিকতর পর্যবেক্ষণের দাবী রাখে ।
মুন্নী সাহাকে ও বরখাস্ত করা হুক
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন