রাজধানীর মহাখালীর আমতলীতে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৮ মিনিটে খাজা টাওয়ারের ১৪ তলায় আগুন লাগে। এতে এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। তার কোন পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।আস
রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। একই সঙ্গে ফায়ার সার্ভিস টিটিএলের সাহায্যে খাজা টাওয়ারের বিভিন্ন ফ্লোরের জানালার গ্লাস ভাঙছে। ভবনে আটকে পড়াদের মধ্যে জীবিত পাঁচজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। একই সঙ্গে দেখা হচ্ছে কোনো ফ্লোরে আগুন ও মানুষ আছে কি না।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দুটি লেডার সংবলিত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের গাড়ি (টিটিএল) নেওয়া হয়েছে। টিটিএল দিয়ে টাওয়ারের বিভিন্ন ফ্লোরের গ্লাস ভাঙা হচ্ছে। গ্লাস ভেঙে দেখা হচ্ছে ভেতরে আগুন ও মানুষ আছে কি না।’
ভেতরে মানুষ আটকে আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অনেকে ফোন দিয়ে আমাদের বলেছেন, ভবনের আশপাশে ও বাইরে থেকে অনেক মানুষ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে বলছেন, ভেতরে অনেক মানুষ আটকে আছে। পরে ৯৯৯ ফোনগুলো আমাদের কাছে ফরওয়ার্ড করছে।’
দেখা যায়, ভবনের বিভিন্ন ফ্লোরের বারান্দায় দাঁড়িয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন আটকে পড়া মানুষেরা। তারা ওপর থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের বার বার আকুতি জানাচ্ছেন তাদের নামিয়ে আনতে। তাদের মধ্যে অনেকের শ্বাসকষ্ট হচ্ছে বলে ইশারায় জানাচ্ছেন।
এদিকে খাজা টাওয়ারে আগুন লাগার পর আমতলী থেকে গুলশান-১ নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে। এ ছাড়া সতর্কতা হিসেবে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
ফলে গোটা এলাকা অন্ধকারে ডুবে গেছে।
বিডি প্রতিদিন
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন