সকাল থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধ পরিবেশে কাটছে রাজধানীবাসীর ঈদ। তীব্র গরমে বৃষ্টি কিছুটা শান্তি আনলেও অস্বস্তিতে ফেলেছে জলাবদ্ধতা। বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অধিকাংশ সড়ক। তাই রাস্তা ফাঁকা থাকলেও ঘরের বাইরে স্বস্তি নিয়ে বের হতে পারছে না রাজধানীবাসী।
বুধবার (৫ জুন) রাজধানীর সংসদ ভবন এলাকা, মিরপুরের বিভিন্ন এলাকা, ফার্মগেট, কারওয়ান বাজার, মতিঝিল, পল্টন, শান্তিনগর, বাসাবোসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে বৃষ্টির কারণে রাস্তায় জলাবদ্ধতা। আর এতেই ‘জল’ হয়ে যাচ্ছে রাজধানীবাসীর ঈদ।
এর আগে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল বৃষ্টির সম্ভাবনার কথা। কিন্তু এই ঈদের দিনে বৃষ্টিতে জলাবদ্ধতা যেন মেনে নিতে কষ্ট হচ্ছে ঢকাবাসীর। তাছাড়া সাধারণত ঈদে ফাঁকা হয়ে যাওয়া ঢাকার রাস্তায় মানুষদের সকাল থেকেই ঘুরে বেড়াতে দেখা যায়। সে দৃশ্যের বদলে খালি রাস্তাতেও জলাবদ্ধতার কারণে কিছুটা যানজট লক্ষ্য করা গেছে সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া এলাকা ও ফার্মগেট থেকে কারওয়ান বাজার যেতে। এছাড়া মতিঝিল ও পল্টন এলাকাতেও জলাবদ্ধতায় ভোগান্তি দেখা গেছে।
সামান্য বৃষ্টিতেই জলাব্ধতা ঢাকা শহরে/ছবি: বাংলানিউজ
সামান্য বৃষ্টিতেই জলাব্ধতা ঢাকা শহরে/ছবি: বাংলানিউজ
বিভিন্ন প্রয়োজনে মানুষ বিভিন্ন পরিবহনে চেপে ছুটছেন রাজধানীর বিভিন্ন দিকে। মিরপুর থেকে সদরঘাটগামী বাসের যাত্রী রফিক উদ্দিন যাচ্ছেন তার পরিবার নিয়ে। বাংলানিউজকে তিনি বলেন, আজ ঈদের দিন বাড়ি যাবো তাই সদরঘাট যাচ্ছি। গতকাল পর্যন্ত অফিসে ডিউটি ছিল। কিন্তু কল্পনা করিনি আজও রাজধানীতে যানজটে পড়তে হবে। জলাবদ্ধতার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তায় পানি থাকলে বোঝা যায় না রাস্তার গর্তটা ঠিক কোথায়।
কাওরান বাজার এলাকায় সিরাজ নামে বেসরকারি কোম্পানিতে কর্মরত এক ব্যক্তি বলেন, বিশেষ এক প্রয়োজনে রাস্তায় বের হতে বাধ্য হয়েছি। এখন দেখছি ঈদের দিন ঘরে বসে থাকলেই বেশি ভালো হতো। বের হওয়াটাই ভুল হয়েছে। এই দিনে এমন ভোগান্তি আসলে কষ্টকর।
সামান্য বৃষ্টিতেই জলাব্ধতা ঢাকা শহরে/ছবি: বাংলানিউজ
সামান্য বৃষ্টিতেই জলাব্ধতা ঢাকা শহরে/ছবি: বাংলানিউজ
রাজধানীর সেগুনবাগিচার অধিবাসী এহসানুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে আমরা নামাজের জন্য বের হয়ে জাতীয় ঈদগাহে যেতে পারিনি। ব্যাপক জলাবদ্ধতা ছিল। পরে আমরা বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়েছি। পরিবেশটা দেখে আসুন, মন খারাপ হয়েছে। ঈদের দিন এরকম মন খারাপ করতে চাই না। কিন্তু মন খারাপ করতে বাধ্য হই। ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে সরকারকে আরো বেশি আন্তরিক হওয়ার অনুরোধ জানাচ্ছি।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন