সকাল পৌনে ৮টায় মিরপুর ১০ নম্বর থেকে বাসে উঠি। সকাল সোয়া ১০টায় পৌঁছাই তালতলা বাসস্ট্যান্ড- জুবেরি নামে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক ব্যক্তি এই তথ্য দিয়ে বলেন, ‘বাংলামোটর কত দূর’?
এমন দুঃসহ অভিজ্ঞতা বুধবার রাজধানীর বহু মানুষের। মাত্র ৩৩ মিলিমিটার বৃষ্টিতে কার্যত অকেজো হয়ে পড়ে পড়ে রাজধানীর প্রায় সব সড়ক। সড়কে একদিকে ছিল তীব্র যানজট অন্য দিতে ছিলে যানবাহনের চরম সংকট।
বিকেল থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টিতে নগরবাসীর দুর্ভোগের মাত্র যেন সীমা ছাড়িয়ে যায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩৩ মিলিমিটার। এই বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে হাঁটু পানি জমে যায়।
কেন এই অবস্থা জানতে চাইলে বাংলামোটর মোড়ে একজন ট্রাফিক সার্জেন্ট জানান, মেট্রোরেলের কাজ চলায় সড়কের প্রশস্ততা এমনিতেই অর্ধেকে নেমে এসেছে। তারওপর চলছে ওয়াসা, ডেসা, বিদুৎ বিভাগ, সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থার খোঁড়াখুঁড়ি। যার ফলে রাস্তায় ছিল তীব্র যানজট।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার লিটন কুমার সাহা দেশ রূপান্তরকে বলেন, উত্তর ডিভিশনে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সড়কে অবরোধ হয়, যার ফলে আমরা সেদিকে গাড়ি ছাড়তে পারিনি। যার প্রভাব পড়ে পুরো রাজধানীতে। আর বৃষ্টির কারণেও রাস্তায় গাড়ি চলাচলে কিছু সমস্যা তৈরি হয়।
এদিকে উত্তরায় এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে এলাকাবাসী। এতে উত্তরা, আব্দুল্লাপুর, আজমপুর, বিমানবন্দর, খিলক্ষেত, মহাখালীসহ আশপাশের এলাকায় মারাত্মক যানজট দেখা দেয়। বেলা ১১ থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক বন্ধ থাকায় এলাকার লোকজন ব্যাপক দুর্ভোগে পড়েন।
এ ছাড়া বৃষ্টি ও মেট্রোরেলের কাজের কারণে পল্লবী, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয়স্মরণী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, প্রেসক্লাব ও পল্টন এলাকায় তীব্র যানজট দেখা দেয়।
নিউমার্কেট, পান্থপথ, সাত মসজিদ রোড, মোহাম্মদপুর ও মিরপুর রোডেও তীব্র যানজট দেখা দেয়।
মতিঝিলে একটি ব্যাংকের কর্মকর্তা হাবীব দেশ রূপান্তরকে বলেন, বিকেল চারটায় অফিস থেকে বের হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায়ও বাসায় পৌঁছাতে পারেননি।
তিনি বলেন, পল্টন, বাংলামোটর, কারওয়ান বাজারে যেন গাড়ি কিছুতেই নড়ছিল না। তার ওপর দমকা হওয়া আর ঝড়ো বৃষ্টিতে ভিজে একশা।
গাজীপুর, আবদুল্লাহপুর বাড্ডা সদরঘাট রুটের সুপ্রভাত পরিবহনের চালক মহসিন জানান, সচরাচর রাজধানীতে এত যানজট দেখা যায়নি।
জানা গেছে, রাজাবাজার, তেজতুরী বাজার, কারওয়ান বাজার, মৌচাক মোড়, রাজারবাগ পুলিশলাইন, নয়াপল্টন, নাখালপাড়া, তেজকুনি পাড়া, খিলগাঁও, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড, কাকরাইল, মোহাম্মদপুর, আদাবর, কল্যাণপুর, টিকাটুলি, হাটখোলা, রাজধানী সুপার মার্কেট, নিউমার্কেট, ধানমন্ডি ২৭ নং রোডসহ অনেক স্থানে সৃষ্টি হয় সাময়িক জলাবদ্ধতা।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন