আট মাস পর ওয়ানডে খেলতে নেমে হোঁচট খেয়েছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ওয়ানডেতে হার সঙ্গী হয়েছে। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। প্রথম ম্যাচে হারের দুঃখ ভুলে বাংলাদেশ দল এখন সামনে তাকিয়ে। ভুলগুলো শুধরে লাল-সবুজ জার্সিধারীরা ভালো কিছু করতে মুখিয়ে রয়েছে বলে জানিয়েছেন, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। ম্যাচটা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টেলিভিশন।
ঐতিহাসিক শারজা ক্রিকেট স্টেডিয়ামটি বাংলাদেশের জন্য অপয়া। এখন অব্দি এখানে কোন ম্যাচ জিততে পারেনি। ২৯ বছর পর একই মাঠে খেলতে নেমে জয়ের পথেও ছিল। ২৩৬ রান তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ১২০ রান করা শান্তরা পরের ৮ উইকেট হারিয়ে বসে মাত্র ২৩ রানের ব্যবধানে। সুবিধাজনক জায়গায় থেকেও এমন হারে হতাশা কাজ করাটাই স্বাভাবিক। তবে এখনই আশা হারাচ্ছেন না দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ‘আপনি দেখেন, আফগানিস্তানের সঙ্গে এর আগে তো আমরা অনেক জিতেছি। ওয়ানডেতেও তো জিতেছি প্রথম ম্যাচে, বিশ্বকাপে। তারপর দেশের মাটিতে টি-টোয়েন্টি জিতেছি, এর আগে সিরিজ জিতেছি বাংলাদেশের মাটিতে। ব্যাপারটা এমন না যে আমরা ওদের সঙ্গে একটা ম্যাচ হেরেছি আর আমাদের সব চলে গেছে। এরকম কোন কিছু না।’
শারজার ‘অপয়া’ ভেন্যুতে প্রথম ম্যাচের অভিজ্ঞতা আজকের ম্যাচে কাজে লাগানো সম্ভব হবে বলে জানালেন মিরাজ, ‘আমরা একটা ম্যাচ খেলেছি এখানে। এই মাঠে খেলার পর একটা ধারণা হয়েছে এখানকার অবস্থা সম্পর্কে। আমরা ওয়ানডেও খেলেছি সাত-আট মাস পরে। সবাই অনুশীলনে জোর দিচ্ছে, ম্যাচে কীভাবে মোমেন্টাম নিতে হয়। পরের দুই ম্যাচ না ভেবে, দ্বিতীয় ম্যাচটা নিয়ে ভাবছি। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি সবাই।’
শনিবার দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ শিবিরে অস্বস্তি ভর করেছে। এমনিতেই টুর্নামেন্টের আগে ছিটকে গেছেন লিটন দাস। সাকিব নিজেই আফগানিস্তান সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে প্রথম ওয়ানডেতে আঙুলের চোটে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। সবমিলিয়ে দলের অবস্থা শোচনীয়ই বলা চলে। আগের ম্যাচের থেকে একাদশে একটি পরিবর্তন নিশ্চিতই আসছে। মুশফিকের বদলে সুযোগ তৈরি হতে যাচ্ছে জাকের আলী অনিকের। দেশের জার্সিতে ১৯ টি-টোয়েন্টি ও ১ টেস্ট খেলা এ উইকেটরক্ষক এবার ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। এছাড়া আগের ম্যাচে বাড়তি সুযোগ পেয়েছেন স্পিনাররা। তবে বাংলাদেশের তিন পেসারও ভালো বোলিং করেছেন। এখানেও একটি পরিবর্তন আসলেও আসতে পারে। লেগ স্পিনার রিশাদের বদলে নাসুম আহমেদের সম্ভাবনা বেশি।
যদিও কম্বিনেশনের কথা কিছু জানাতে পারলেন না সহ-অধিনায়ক। এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘দলের সমন্বয়ের কথা যদি বলেন, আমাদের কিন্তু অপশনও খুব বেশি নেই। লিটন দাস অসুস্থ, সে থাকলে দলের সমন্বয়টা আরও ভালো থাকতো হয়ত। যেহেতু ওইরকম সুযোগ নেই, জাকের আলীর জন্য বেস্ট অব লাক। ওর জন্য ভালো একটা সুযোগ। সুযোগ আসছে, ও যদি শতভাগ দিতে পারে অবশ্যই ওর নিজের ক্যারিয়ারের জন্যও ভালো, দেশের জন্যও ভালো হবে।’
আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য মাস্ট উইন ম্যাচ। কেননা জিততে না পারলে সিরিজ হারাতে হবে। পাশাপাশি র্যাঙ্কিংয়েও এগিয়ে যাবে আফগানরা। ইতোমধ্যে প্রথম ম্যাচ জিতে আফগানরা র্যাঙ্কিংয়ের আট নম্বরে উঠে গেছে। বাংলাদেশ নেমে গেছে নয় নম্বরে। শনিবার যদি বাংলাদেশ জিততে পারে, তাহলে আগের জায়গা পুনরুদ্ধার করার সুযোগ পাবে। কিন্তু বাংলাদেশের সাফল্য পুরোটাই নির্ভর করছে ব্যাটারদের ওপর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে পারফর্ম করছেন, তাতে করে তাদের ওপর ভরসা রাখা যাচ্ছে না!
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন