ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ আজ রাতে প্যারিসের অনুষ্ঠানে ঘটা করে ব্যালন ডি’অর ৬৮তম সংস্করণের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। ৩০ জনের এ সংক্ষিপ্ত তালিকায় গতবার জায়গা হারিয়েছিলেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার জায়গা পেলেন না রেকর্ড ৮ বারের জয়ী মহাতারকা লিওনেল মেসি। ২০০৩ সালের পর এই প্রথম এ দুই মহাতারকা মনোনয়ন পেলেন না।
২০০৮ সাল থেকে এ পর্যন্ত মাত্র দুইবার এ দুজনের হাতে ওঠেনি ব্যালন ডি’অর। ২০১৮ সালে লুকা মদরিচ ও ২০২২ সালে করিম বেনজেমা জিতেছিলেন এ পুরস্কার। সেই সময় হয়তো ফুরিয়েছে। মেসি ও রোনালদোকে ছাড়াই নতুন ফুটবল বিশ্বের পদযাত্রা শুরু হলো এবারের সংক্ষিপ্ত তালিকার মধ্য দিয়ে। এ বছর নতুন কারো হাতে উঠবে সোনালী গোলকটি। click here
সেই সঙ্গে প্রকাশিত হয়েছে নারী ফুটবল থেকে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়া ফুটবলারের নাম। তালিকায় ফিরেছেন ২০২১ ও ২০২২ ব্যালন ডি’অর জয়ী তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস।
এ তালিকা থেকে ফিফা র্যাংকিংয়ে শীর্ষে থাকা ১০০টি দেশের একজন করে মোট ১০০ সাংবাদিকের ভোটে নির্ধারিত হবে এবার বিজয়ী। ৩০ জনের এ তালিকা থেকে প্রতি সাংবাদিক তার সেরা ৫ জনের তালিকা দেবেন। সেরা ৫ এর ১ এ থাকলে ৬ পয়েন্ট, ২ এ থাকলে ৫ পয়েন্ট, ৩ এ থাকলে ৩ পয়েন্ট, ৪ এ থাকলে ২ পয়েন্ট ও ৫ এ থাকলে ১ পয়েন্ট করে পাবেন খেলোয়াড়রা। সর্বোচ্চ পয়েন্টধারী ফুটবলার নির্বাচিত হবেন বিজয়ী হিসেবে।
রেকর্ড ৮ বার এই পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। ৬ বার নিজের করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত একচেটিয়াভাবে পুরস্কারটি ছিল রোনালদো ও মেসির দখলে। মাঝে ২০১৮ সালে লুকা মদ্রিচ ও ২০২২ সালে সেটি জিতে নিয়েছিলেন করিম বেনজেমা। তবে সবশেষ গত বছরও পুরস্কারটি ফের নিজের করে নেন মেসি।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন