দীর্ঘদিন ধরেই ক্রিকেটের বাইরে তামিম ইকবাল। জাতীয় দলে আবারও ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। তবে অনেকেরই ধারণা— নাজমুল হাসান পাপন বোর্ডপ্রধানের চেয়ার ছেড়ে দিলে ফের জাতীয় দলে ফিরবেন তামিম। এসব গুঞ্জনের মধ্যেই সোমবার বিসিবিতে হাজির তামিম ইকবাল।
নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে বিসিবি প্রাঙ্গণ ঘুরিয়েও দেখিয়েছেন তিনি। এ ক্ষেত্রে তামিম কোন ভূমিকা পালন করেছে সে সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজনের কাছে।
এদিন বিসিবিতে তামিম আসার কিছুক্ষণ পর আসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর উপদেষ্টাকে পুরো বিসিবি ঘুরিয়ে দেখান তামিম। মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরেও দেখতে যান উপদেষ্টা। তামিম ছাড়াও তার সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, শাহারিয়ার নাফিজ ও সুজন।
পরে ক্রীড়া উপদেষ্টা যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল তামিমের ভূমিকা সম্পর্কে। যার উত্তরে সুজন বলেন, ‘শুধু তামিম নয় কারও সঙ্গেই আলাদা করে কথা বলেননি উপদেষ্টা মহোদয়। তবে ঠিক কোন ভূমিকায় তামিম ওনাদের ঘুরিয়ে দেখালেন সেটা বলতে পারব না। আগে থেকে যোগাযোগ ছিল সে কারণেই সঙ্গে ছিল আর কি।’
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন