বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এক সময় একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এই দুই ক্রিকেটার। তবে এখন তা শুধুই অতীত। বন্ধুত্ব তো নেই, এই দুই ক্রিকেটারের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। যা নিয়ে হয়েছে বেশ আলোচনা। মূলত বিয়ের পর থেকে তামিমের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে বলে জানিয়েছেন সাকিব।
দেশের একটি ওটিটি প্লাটফর্মে সাকিবকে নিয়ে বানানো প্রামাণ্যচিত্র 'সাকিব আল হাসান বিশ্বকাপ স্পেশালে' তামিমের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সাকিব বলেন, 'আমি বিয়ে করলাম। তামিম বিয়ে করলো। দুজনের বাসা আলাদা, আলাদা জায়গায় থাকা এভাবেই সময়টা অনেক কমে যায়। স্বাভাবিকভাবেই ওই (আগের) নৈকট্য ধীরে ধীরে কমতে থাকে। মানুষের আলাদা জীবন চলে আসে। আলাদা পারিবারিক জীবন। এই ব্যস্ততাগুলোর সঙ্গে ধীরে ধীরে সময়টাও পাল্টে যেতে শুরু করে।'
সাকিব-তামিমের দ্বন্দ্ব সর্বপ্রথম প্রকাশ্যে আনেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি প্রধান এই বিষয় প্রকাশ্যে আনার পর সমস্যা বেড়েছে বলে মনে করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তিনি আরও বলেন, 'পাপন ভাই বলার পর এই ব্যাপারটি আরও আলোচনায় চলে আসে। আমার মনে হয় ওটা বেশি সমস্যা তৈরি করেছে এই সম্পর্কের ক্ষেত্রে কিংবা এই পরিস্থিতি তৈরির জন্য।'
তামিমের সঙ্গে সম্পর্কে ঠিক করার কথা ভেবেছেন কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, 'এখানে ঠিক-ভালোর কিছু নেই। আমারা যতোদিন খেলেছি একসঙ্গে ড্রেসিংরুম যতোদিন ভাগ করেছি, দলের ক্ষতি হোক কিংবা ক্ষতি হবে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। যাদের যতোটা অবদান রাখার প্রয়োজন ছিল, সেটা কথা বলেই হোক, না বলেই হোক, কোনো জায়গাতেই এটাতে কখনো সমস্যা ছিল না।'
ইত্তেফাক
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন