বিনা নোটিশেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছেন না। এমনকি ফেসবুকে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে।
মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। বিভিন্ন গণমাধ্যম থেকে কর্মীরা জানিয়েছেন তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। নয়া দিগন্তের কর্মীরাও ফেসবুক লগইন করতে পারছেন না বলে জানান।
হঠাৎ করে ফেসবুক নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় ব্যবহারকারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
বাংলাদেশের এক ব্যবহারকারী নূর মোহাম্মদ জানান, রাত ৯টার দিক থেকে তিনি ফেসবুক ডাউন পাচ্ছিলেন। পরে ৯টা ২০ মিনিটের দিকে হঠাৎ করে তার আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়।
ফেসবুক ব্যবহারকারী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মারিয়াম বলেন, ফেসবুক লগইন ছিল, কিন্তু হঠাৎ দেখি লগ-আউট। তখন আমি ভয় পেয়ে যায় যে কেউ হ্যাক করল কিনা। এরপর অনেক এর এই অবস্থা জানার পর এখন কিছুটা সস্তি লাগছে। কিন্তু কেনো এমন হলো এ বিষয়ে কিছু জানতে বা বুঝতে পারছি না।
সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন