বাংলাদেশ কৃষি ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘আইয়েলদাজ টার্কিশ সাইবার আর্মি’ নামে একটি গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করে।
বুধবার রাত ৮টায় ব্যাংকটির ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, ওয়েবসাইটের সব সেকশনের তথ্য দেখা যাচ্ছে। কোনো বাধা ছাড়াই সবগুলো বিভাগে প্রবেশ করা যাচ্ছে। তবে নোটিশ ও সার্কুলার বিভাগে প্রবেশ করলেই হ্যাক হওয়ার বিষয়টি সামনে আসছে।
হ্যাকাররা সেখানে একটি পিডিএফ ফাইল বসিয়ে দিয়েছে যেখানে ব্যাংকটির ওয়েবসাইটের নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ওই পিডিএফ ফাইলে হ্যাকারদের পক্ষ থেকে বলা হয়, ‘সাইট নিরাপত্তা দুর্বলতা বন্ধ করুন, অন্যথায় দূষিত হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।’
পিডিএফ ফাইলে বার্তাটি বসিয়ে দিয়ে তার নিচে তুরস্কের একটি পতাকাও দিয়েছে হ্যাকাররা।
নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি ব্যাংকের একজন কর্মকর্তা সময় নিউজকে বলেন, হ্যাকাররা ব্যাংকটির ওয়েবসাইটে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করেনি। তবে ব্যাংকের কোনো তথ্য খোয়া গেছে কি না সেটি এখনও স্পষ্ট নয়।
তিনি বলেন, ওয়েবসাইট হ্যাক করে তারা ব্যাংককে সতর্ক করেছে। তথ্য চুরি বা অন্যকোনো উদ্দেশ্য থাকলে হয়তো পুরো সাইটটিকে দখলে রাখত। তারপরও ওয়েবসাইট থেকে কোনো তথ্য খোয়া গেছে কি না সেটি এখনও স্পষ্ট নয়।
এদিকে, বিষয়টি জানতে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।
তবে ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ব্যাংকটির সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট নূর উদ্দিন সারওয়ার। তিনি বলেন, আসলে এটা হ্যাকিং নয়। আমরা আউটসোসিংয়ের মাধ্যমে ওয়েবসাইটটি ডেভোলপের কাজ করছি। এরমধ্যে ভুলক্রমে ফাইলটি সেখানে আপলোড হয়ে গেছে।
নূর উদ্দিন সারওয়ার বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। বিষয়টি সমাধান করা হচ্ছে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন