নব্বই দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানী। এখন খুব একটা সিনেমায় দেখা যায় না তাকে। ব্যবসা-বাণিজ্য নিয়ে তিনি ব্যস্ত। শুধু ঢাকা নয়, দেশের অনেক স্থানেই ব্যবসার শাখা খুলে রেখেছেন। তবে ব্যবসায়ী হয়ে ভালো নেই এই নায়ক। জানালেন, দেশের সাম্প্রতিক অবস্থা আগে থেকে বুঝতে পারলে এই ব্যবসায় নামতে না তিনি।
নিজের ফেসবুক পেজে বুধবার (২৭ নভেম্বর) একটি ভিডিও বার্তায় ওমর সানী। তিন মিনিটের সেই ভিডিও বার্তায় বলেন, দেশের এই পরিস্থিতি প্রতিনিয়ত সাফার করছি। কারণ, রেস্টুরেন্ট ব্যবসা করছি। দেশের এই ধরনের পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতাম না।’
তিনি আরও বলেন, ‘চারদিকে অশান্তি, ইপিজেড পুরাই অশান্ত। যেখানে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করলাম, সেখানে মারামারি-হানাহানি, পোশাকশিল্পে অস্থিরতা, পুলিশ-আর্মি সবকিছু মিলে বিনাশ অবস্থা।’
ওরর সানীর কথায়, ‘ঢাকা এখন আন্দোলনের প্রাণকেন্দ্র। ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করছি আমরা। মূলা ছিল গরুর খাবার। দিনাজপুরে ১৫ টাকা কেজি। কিন্তু ঢাকা সিন্ডিকেট করতে গিয়ে ১৬০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। এই সিন্ডিকেটের মধ্যে আমরা পরাজয় বরণ করছি।’
সব শেষে তিনি বলেন, ‘পরিবার বলেছিল দেশ ছাড়তে। কিন্তু এই দেশ আমাকে ওমর সানী বানিয়েছে। তাই আমি এ দেশের মাটি আঁকড়ে ধরে রাখবো কিন্তু এখন হাত ফসকে যাচ্ছে।’
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন