বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতোই স্মৃতিভ্রংশের অসুখে ভুগছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি- সম্প্রতি এমন মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
মহারাষ্ট্রের অমরাবতীতে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে রাহুল বলেন, “মার্কিন প্রেসিডেন্টের মতোই স্মৃতিভ্রম হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী মোদির।”
জনসভায় কংগ্রেস নেতা বলেন, “আমার বোন আমাকে বলছিলেন যে তিনি মোদির বক্তৃতা শুনেছেন। আমাদের ভাষণে আমরা যাই বলি না কেন, মোদি আজকাল একই কথা বলছেন। আমি জানি না কেন? হয়তো তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন। আমেরিকার প্রেসিডেন্ট প্রায়ই নেতাদের নাম ভুলে যান। তাকে পিছন থেকে নাম স্মরণ করিয়ে দিতে হয়। একইভাবে আমাদের প্রধানমন্ত্রীও স্মৃতি হারাচ্ছেন বলে মনে হচ্ছে।”
রাহুল আরও বলেন, “লোকসভায় মোদিজিকে বলেছিলাম যে, কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লক ৫০ শতাংশ সংরক্ষণের সীমা তুলে দেবে। কিন্তু, এখন মোদিজিই বলছেন আমি সংরক্ষণের বিরোধী।”
এরপরই মোদিকে নিশানা করে রাহুল বলেন, “আপনি আপনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন।”
অবশেষে কংগ্রেস নেতার এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাল মোদি সরকার।
মোদি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রতিক্রিয়ায় বলেন, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক বহুমুখী। আর সেই সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে পারস্পরিক সম্মান, অঙ্গীকার, একাত্মবোধ ও ঐকান্তিকতার ওপরে। আমরা এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক বলেই দেখছি। তার মতে, এহেন মন্তব্য কখনওই আমেরিকার প্রতি ভারত সরকারের মনোভাবের প্রতিনিধিত্বমূলক নয়।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন