ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এক্স-এ পবিত্র কোরআনের আয়াত পোস্ট করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যে আয়াতে ‘আসন্ন ঐশ্বরিক বিজয়’ এর কথা বলা আছে।
বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টা ১৬ মিনিটে সুরা সফ এর ১৩ নম্বর আয়াত টুইট করেন খামেনি। আয়াতটি হলো-
- نَصْرٌ مِّنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ
অর্থ: ‘আল্লাহর পক্ষ থেকে আসে সাহায্য ও আসন্ন বিজয়।’
এক্স-এ দুটি আলাদা পোস্টে খামেনি বলেছেন, ‘ধার্মিক লোকদের ত্যাগ স্বীকার করতে হতে পারে কিন্তু দিনের শেষে তারা পরাজিত হবে না।’’
ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফুটেজ দেখানো একটি ভিডিওতে তিনি বলেন, ‘‘ময়দানে তারা বিজয়ী।’’
এদিকে মঙ্গলবার ইসরাইলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামি রেভ্যুলুশনারি গার্ড এবং ইসরাইলের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
ইরান থেকে মিসাইলের বহর ছোঁড়ার পর ইসরাইলজুড়ে সাইরেন বাজতে থাকে। এ সময় দেশটির নাগরিকেরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটেন।
রয়টার্সের সাংবাদিকেরা ইসরাইলের প্রতিবেশী দেশ জর্ডানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র দেখেছেন বলে জানিয়েছেন।
ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইরান ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার অধিকাংশই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে সম্মিলিতভাবে লক্ষ্যভ্রষ্ট করা গেছে। কয়েকটি ইসরাইলের ভূমিতে আঘাত হেনেছে।
তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।
লেবাননে ইসরাইলের বোমা হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছিল তেহরান।
আজ মঙ্গলবার ইসরাইলি বাহিনী লেবাননে স্থল অভিযান শুরু করার পর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান।
প্রায় এক বছর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা শুরু করে ইসরাইল। যা এখনো চলছে। ইসরাইলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় গাজায় ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন লক্ষাধিক।
এই যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তাপে নতুন করে ঘি ঢালে হাসান নাসরুল্লাহর হত্যা। আর লেবাননে ইসরাইলের স্থল অভিযান এবং সবশেষ ইরানের মিসাইল হামলা সংঘাতে নতুন মাত্রা যোগ করলো।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন