ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি লোহিত সাগরে ইসরায়েলের একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার ব্রিটিশ মালিকানাধীন জাপানি ওই জাহাজ জব্দ করা হয় বলে জানিয়েছে ইসরায়েল।
এ ঘটনায় ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে হুথিদের এই ঘটনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
একই সঙ্গে ইরানকে দায়ী করে ইসরায়েল বলেছে, এটি ইরানের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড।
গত ৭ অক্টোবর ইসরায়েলের সাথে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে হুথিরা।
গত সপ্তাহের ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী বলেছিল, তাদের যোদ্ধারা ইসরায়েলে হামলার পরিমাণ আরো বৃদ্ধি করবে। একই সঙ্গে লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েলি সব জাহাজকে লক্ষ্যবস্তু বানানোর হুমকি দেয় তারা।
পণ্যবাহী জাহাজ জব্দ করার বিষয়ে তাৎক্ষণিকভাবে হুথিদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রবিবার হুথির একজন মুখপাত্র বলেন, ইসরায়েলি কোম্পানিগুলোর মালিকানাধীন, পরিচালিত কিংবা ইসরায়েলি পতাকা বহনকারী সব জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, “আমরা লোহিত সাগরে জাহাজ জব্দের বিষয়ে অবগত এবং এই ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, একটি জাহাজ জব্দ করা হয়েছে। এই জাহাজ ইসরায়েলের মালিকানাধীন নয়। এমনকি এটি পরিচালনা কিংবা এতে ইসরায়েলি কোনো ক্রুও নেই। জাহাজটির নামও প্রকাশ করেনি ইসরায়েল।
নেতানিয়াহুর কার্যালয় বলেছে, “জাহাজে কোনো ইসরায়েলিও নেই।” সূত্র: আল জাজিরা
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন