ময়মনসিংহের নান্দাইল উপজেলায় টাকা পাওয়ার জের ধরে প্রেমিকের হাতে প্রেমিকার ভাই সোহেল মিয়া (২৮) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় প্রেমিক সাহাবুদ্দিন নিজেই নান্দাইল থানায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে।
শনিবার (২৩ মার্চ) বিকালে উপজেলার আচারগাঁয় ইউনিয়নের ঝাওগাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সোহেল ঝাওগাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, একই গ্রামের সাহাবুদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল নিহত সোহেলের বোনের। সাহাবুদ্দিনের কাছে বোনকে বিয়ে দেয়ার আশ্বাসে টাকার লেনদেন করে সোহেল। গত কয়েক দিন ধরে সাহাবুদ্দিন বিয়ের কথা বললে সোহেল বিভিন্ন অজুহাতে পিছিয়ে থাকে। তার পাওনা টাকা ফেরত চাইলেও সে বিভিন্ন সময় ঝগড়া ঝাটি করতো। পরে শনিবার (২৩ মার্চ) বিকেলে সাহাবুদ্দিন সোহেলকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় সাহাবুদ্দিন ও সোহেলের মাঝে টাকা নিয়ে ঝগড়ার হয়। এরপর এক পর্যায়ে শাহাবুদ্দিন ধারালো অস্ত্র দিয়ে সোহেলকে এ্যালোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা সোহেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্ররণ করে। পরে দ্রুত মমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ঘাতক সাহাবুদ্দিন নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছে। নিহত সোহেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।
ব্রেকিংনিউজ
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন