সংবাদ >> জাতীয়

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে বিচার বিভাগ থাকল কোথায়

পাঠক মন্তব্য

শাজিদ, চট্টগ্রাম,  05 May,2014 08:46pm

মোদ্দা কথা হইল মজলুম, ক্ষতিগ্রস্থ মানুষ তার অধীকার ফিরে পাওয়ার জন্য আদালতের ধারস্থ হয়। আদালতের বিচারকেরা যদি জালেম দ্ধারা নিয়োগ প্রাপ্ত হয় এবং জালেমের স্বার্থ রক্ষা করার জন্য নির্দেশিত হয় তাহলে মজলুম ক্ষতিগ্রস্থরা আদালতে যাবে কেন? কারণ সে তো জানে জালেম দ্ধারা প্রতিষ্টিত আদালত থেকে কি রায় আসবে। মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে বিচারালয়, সেখানে গিয়ে মানুষ যখন ন্যায় বিচার তথা তার অলীকার থেকে বঞ্চিত হয় তখন বিচার প্রার্থীরা নিজেরাই বিচারক বনে যায় এবং নিজের হাতে তোলে নেয় যার নাম প্রতিশোধ।

কীবোর্ড নির্বাচন করুন: Bijoy   UniJoy   Phonetic   English

আপনার মতামত দিন

নাম (অবশ্যই দিতে হবে)

ইমেইল (অবশ্যই দিতে হবে)

ঠিকানা

মন্তব্য


"অবাঞ্চিত মতামত নিয়ন্ত্রনের জন্য সঞ্চালক কতৃক অনুমোদনের পর মতামত প্রকাশিত হয়"


 


 


 

অন্যান্য সংবাদ