মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ নেতাদের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা ৪ নভেম্বরের মধ্যে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সনাতন জাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এসময় ১ নভেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও ৩ নভেম্বর দেশব্যাপী স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমন্বয়ক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী এ কর্মসূচি ঘোষণা করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সনাতনীরা আজ সারাদেশে ঐক্যবদ্ধভাবে তাদের অধিকার আদায়ে মাঠে নেমেছে। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে ধ্বংস করতে এবং সনাতনীদের থামিয়ে দিতে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলা করতে রাষ্ট্রের অনুমোদন লাগে।
এছাড়া ঘটনার দিন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও অন্যান্যরা ছিলেন লালদিঘিতে আর ঘটনা হয়েছে নিউমার্কেট মোড়ে। তাহলে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে চিন্ময় কৃষ্ণ দাসসহ অন্যদের মামলায় ফাঁসানো হয়েছে। কী কারণে কার ইন্ধনে এই মামলা করেছে সেটি বের করতে হবে।
বক্তারা আরও বলেন, কারও এজেন্ডা বাস্তবায়নে আমরা রাজপথে আসিনি, আমরা আমাদের অধিকার আদায়ে মাঠে নেমেছি। সমাবেশে অজপানন্দ ব্রহ্মচারী, শুভরাম মহারাজ,সুচারু কৃষ্ণ দাস, জুয়েল আইচ, কাঞ্চন আচার্যপ্রমুখ বক্তব্য রাখেন।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন