রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার মৃত আতিয়ার রহমান মুন্সীর ছেলে।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে শহরের ভবানীপুর রেলকলোনী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৩০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদি হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
এজাহারের তথ্যমতে, গত ১৮ জুলাই বিকাল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেয়। বিকাল ৩টার ৪০ মিনিটে পূর্ব পরিকল্পনা করে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, অগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতুসহ ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞতানামা আরও ৩০০ জনকে আসামী করা হয়েছে। সেখানে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে গুলি ও হামলার নির্দেশদাতা উল্লেখ করা হয়।
পুলিশ জানায়, আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন