দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার শিরোনাম 'গ্রেপ্তারের তালিকায় ৯০ পুলিশ কর্মকর্তা!' এ খবরে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে হামলা ও গুলি করে সাধারণ শিক্ষার্থী এবং নিরীহ লোকজনকে হত্যার অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে।
বেশিরভাগ মামলার আসামিই আছেন আত্মগোপনে। ইতিমধ্যে সাবেক দুই আইজিপিসহ অন্তত ১০-১২ জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন।
এতে বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তারা ভুগছেন গ্রেপ্তার আতঙ্কে। সাবেক ও বর্তমান অন্তত ৯০ জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের তালিকায় আছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে বলে এই খবরে বলা হয়েছে।
তা ছাড়া অনুপস্থিত কর্মকর্তা ও সদস্যদের যেকোনো সময় বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
অন্তর্বর্তী সরকার অনুপস্থিত পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও তারা কাজে যোগ দিচ্ছেন না।
পুলিশের তথ্যানুযায়ী এখনো ১৮৭ জন অনুপস্থিত আছেন কর্মস্থলে। এই সংখ্যা আরও বাড়তে পারে।
'সরকারের নানা কাজে অসন্তোষ বিএনপির' সমকাল পত্রিকার প্রথম পাতার শিরোনাম। এ খবরে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে সরকারের বিভিন্ন কাজে অসন্তোষ জানিয়েছে বিএনপি।
রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে নতুন নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটি।
গতকাল শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় রাজনৈতিক দলের সাথে সংলাপে এসব দাবি করা হয়েছে।
সংবাদটিতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্বতী সরকারের উপদেষ্টারা পদায়ন করেছেন বলে অভিযোগ বিএনপির।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে প্রধান উপদেষ্টার কাছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেবার দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
বাম গণতান্ত্রিক জোট সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ চেয়েছে। দুই বছরের মধ্যে নির্বাচন দাবি করেছে এবি পার্টি।
রাজনৈতিক দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
নয়া দিগন্তের একটি শিরোনাম - 'বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য নতুন উপদেষ্টার সন্ধানে সরকার'। এ খবরে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য একজন নতুন এক উপদেষ্টার খোঁজা করা হচ্ছে।
এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার জন্য ইতোমধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ীকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে।
একই সাথে এই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এমন একজন সাবেক সচিবকেও মন্ত্রণালেয়ের দায়িত্ব দেয়ার জন্য লিস্টে রাখা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার জন্য দু’টি বড় শিল্পগোষ্ঠীর কর্ণধারদের অনুরোধ করা হয়েছে। এর একজন জানিয়েছেন, তার পক্ষে এই মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো সম্ভব হবে না।
অন্যজন তার মতামত এখন পর্যন্ত জানাননি।
অপর দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক এক সচিবের সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি এই দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।
তবে এর বাইরেও আরো দু’জন সাবেক আমলার নামও এই মন্ত্রণালয়ের জন্য প্রস্তাব করা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মধ্যেই বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য একজন নতুন উপদেষ্টার দেখা মিলতে পারে।
'সংলাপে নির্বাচনই প্রাধান্য' প্রথম আলো পত্রিকার প্রথম পাতার একটি শিরোনাম।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনকেই প্রাধান্য দিয়েছে দেশের অন্যতম প্রধান দল বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো।
এসময় বিএনপি দ্রুত নির্বাচনী রোডম্যাপ চেয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশন গঠন ও সংস্কার একসঙ্গে এগিয়ে নেয়া হবে, যাতে একটা দ্রুত নির্বাচন করা যায়।
নবগঠিত সংস্কার কমিশন ও দেশের সার্বিক পরিস্থিতি সামনে রেখে শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
এদিকে, ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার জোটসঙ্গীদের এই সংলাপের বাইরে রাখা হয়েছে। জাতীয় পার্টিকে এখন পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি।
তবে, আগামী শনিবার আরও কয়েকটি দলকে সংলাপে ডাকা হতে পারে বলে জানা গেছে।
গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ছয়টি কমিশন রাজনৈতিক দল এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলবে।
তিন মাসের মধ্যে তারা প্রতিবেদন দেবে। এরপর ওই প্রতিবেদন নিয়ে আবার অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে আলোচনা করবে।
'নিয়ন্ত্রণ-হীন বাজারের নেপথ্য কী' মানবজমিন পত্রিকার প্রথম পাতার সংবাদ। এ খবরে, দেশে সরকার বদলের পরেও যৌক্তিক কারণ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে বলা হয়েছে।
সংবাদটিতে বলা হয়েছে, এক মাসের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। ফার্মের মুরগির ডিমের দাম হালি প্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।
খোলা পাম-অয়েল ও সুপার তেলের দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। সাধারণের নাগালের বাইরে রয়েছে পিয়াজ ও রসুনের দাম। শাকসবজি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও অস্বাভাবিকভাবে বেড়েছে।
এছাড়া সরকার থেকে কয়েকটি পণ্যের দাম নির্ধারণ করে দেয়া হলেও তার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে।
এভাবে পণ্যের দাম বৃদ্ধির নেপথ্যে যৌক্তিক কোনো কারণ দেখছেন না বাজার বিশ্লেষকরা।
তারা বলছেন, অসৎ ব্যবসায়ী ও মধ্যস্থতাকারীদের কারসাজির জন্যই মূলত পণ্য-মূল্য বাড়ছে। পণ্যের দাম বাড়ার অন্য কোনো কারণ নেই।
এটা নিয়ে বাজার নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোকে কাজ করতে হবে। ব্যবসায়ীদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
অন্যদিকে, নিত্য-পণ্যের দাম বৃদ্ধির কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। তারা বলছেন, সরকার বদলালেও বাজারের দৃশ্যপট বদলায়নি, এখনো ব্যবসায়ী সিন্ডিকেটের কব্জায় রয়েছে বাজার।
"আমরা পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদাসীনতা দেখতে পাচ্ছি। আমাদের কষ্ট কমেনি।"
কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার শিরোনাম 'শিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ব্যবসায়ীদের'।
কারখানার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ জানিয়েছেন দেশের ব্যবসায়ী নেতারা।
তাঁরা বলছেন, ১৪-১৫ শতাংশ সুদ দিয়ে ব্যবসা করে বিশ্বের কোনো দেশে মুনাফা করা যায় না।
ঋণের সুদ ৯ থেকে বেড়ে ১৬ শতাংশ হয়ে গেছে, যা ব্যবসায়ীদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে। চীনসহ বিভিন্ন দেশ থেকে অনেক ব্যবসা বাংলাদেশে এসেছে।
সেগুলো রাখতে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। ঋণের সুদ নিয়ে বসে আলোচনা করা দরকার। একই সঙ্গে ব্যবসায়ীদের খেলাপি ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তারা।
'খেলাপি হয়ে গেছে জনতা ব্যাংকের ৭৫ শতাংশ ঋণ' বণিক বার্তা পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
সংবাদটিতে বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ৭৫ শতাংশ ঋণই এখন খেলাপির খাতায়। গত সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৪ হাজার কোটি টাকা।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যেকোনো সময় হতে পারে সিআরআর-এসএলআর ঘাটতি। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় আর্থিক বিপর্যয়ের এ চিত্র তুলে ধরা হয়েছে।
২০০৯ সালে ব্যাংকটির দুর্দশাগ্রস্ত ঋণ ছিল এক হাজার ৪০০ কোটি টাকা।
জনতা ব্যাংক কর্মকর্তারা বলছেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পরপরই জনতা ব্যাংক পর্ষদে রাজনৈতিক নেতা, দলীয় আদর্শের বিশ্ববিদ্যালয় শিক্ষক, আমলা ও বুদ্ধিজীবীদের নিয়োগ দেয়া শুরু হয়।
ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবুল বারকাত। সেই থেকে জনতা ব্যাংকে যে লুণ্ঠন শুরু হয়, তা গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত অব্যাহত ছিল।
পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগসাজশেই লুণ্ঠিত হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। আর এক্ষেত্রে রাজনৈতিক প্রভাবই ছিল সবচেয়ে বেশি।
'ডিবিতে থাকবে না ভাতের হোটেল, সেলেব্রিটিদের বিচরণস্থল হবে না' দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম পাতার একটি শিরোনাম।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ডিবিতে থাকবে না আয়নাঘর, থাকবে না কোন ভাতের হোটেল।
সেলেব্রিটি নায়ক - নায়িকাদের বিচরণস্থল হবে না ডিবি। ডিবি হবে ভুক্তভোগীদের ভরসার স্থল।
শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন। ডিবি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা নিয়ে ওঠা নানা অভিযোগের প্রেক্ষাপটে তিনি এ বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে রেজাউল করিম মল্লিক বলেন, ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায় আর থাকবে না। ডিবিতে আর কোনো ঘুষখোর দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না।
তিনি আরও বলেন, ডিবির কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ড জড়িত হলে তাকেও ছাড় দেওয়া হবে না। জনগণের আস্থার জায়গা ভরসাস্থল হবে ডিবি।
'Businesses feel Insecure' দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার প্রথম পাতার শিরোনাম, বাংলায় যার মানে দাঁড়া ব্যবসায়ীরা অনিরাপদ বোধ করছেন।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এক অনুষ্ঠানে বলেন, "প্রাণ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে দেড় লাখ লোক কাজ করে। এখন, আমি আমার নিজের কারখানায় ঢুকে উদ্বিগ্ন হয়ে ভাবছি যে আমি বেঁচে থাকতে পারব কিনা।"
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত সেমিনারে শনিবার তিনি এসব কথা বলেন।
'অর্থনীতির বর্তমান অবস্থা এবং বাংলাদেশের পরিস্থিতি ' শীর্ষক এক সেমিনারে ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ নানা সমস্যা সমাধানের আহ্বান জানান।
'Flash floods ravage Sherpur, M,singh' ময়মনসিংহ, শেরপুরের বন্যা পরিস্থিতি নিয়ে The Daily Star এর প্রথম পাতার শিরোনাম।
শেরপুরে বন্যার পানিতে ভেসে গিয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
এছাড়া একজন নারী নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। গত দুই দিনে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ সময়ের আকস্মিক বন্যায় শেরপুর ও ময়মনসিংহে প্রায় আড়াই লাখ মানুষ পানি-বন্দি হয়ে পড়েছে।
শেরপুর সদর, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবর্দী উপজেলায় প্রায় এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় আকস্মিক বন্যায় এক লাখ ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন