ভারতের পশ্চিমবঙ্গের মধ্য কলকাতা থেকে সেলিম মাতুব্বর নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা সেলিমের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড ও প্যান কার্ড জব্দ করেছে পুলিশ। অবশ্য এসব নথিতে তার নাম ‘রবি শর্মা’।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার কলকাতার মার্কোয়েস স্ট্রিটের একটি গেস্ট হাউজ থেকে সেলিম মাতুব্বরকে গ্রেপ্তার করে পুলিশে। এবারই প্রথম নয়, নিয়মিত ওই হোটেলে যাতায়াত ছিল তার।
ওই হোটেলের এক কর্মী জানিয়েছেন, কয়েক মাস পর পর তাদের হোটেলে এসে থাকতেন সেলিম। তবে তার চালচলনে কোনোসন্দেহ হয়নি তাঁর। শেষবার তিনি গত ১৯ নভেম্বর তাদের হোটেলে ওঠেন, চলে যান ২৬ নভেম্বর।
তবে হোটেলটির এক অতিথির দাবি, সেলিম ওই হোটেলের কর্মী ছিলেন। তার চালচলনে সন্দেহ হওয়ায় তাকে নাম জিজ্ঞাসা করেন তিনি। নিজের নাম রবি শর্মা বলায় সন্দেহ আরও গভীর হয়।
অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেলিমকে গত ১ বছরে বহুবার মার্কোয়েস স্ট্রিটের ওই হোটেলে দেখা গিয়েছে। নিজের নাম রবি শর্মা বলে দাবি করলেও স্থানীয় ইসলামিয়া হোটেলে খাওয়া দাওয়া করতেন তিনি। তাতেই সন্দেহ হয় তাদের।
পুলিশের দাবি, সেলিম অনুপ্রবেশকারী বাংলাদেশি ও বিএনপির একজন নেতা। তার ভারতীয় পাসপোর্টে জন্মস্থান হিসেবে রাজস্থানের জয়পুরে বলে উল্লেখ রয়েছে। আর এ পাসপোর্টটি ইস্যু হয়েছে দিল্লি থেকে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন