প্রশাসনে বদলি, পদায়ন ও পদোন্নতি স্বাভাবিক কাজ। তবে এবার ঈদের আগে বড় ধরনের রদবদল ও পদোন্নতি পাচ্ছেন কর্মকর্তারা। অনেকে এটিকে সরকারের ঈদ উপহার হিসেবেও দেখছেন। সোমবার (১ এপ্রিল) সাত অতিরিক্ত সচিব ও একজন যুগ্ম সচিব মিলিয়ে মোট আটজনের দফতর বদল হয়েছে। আর একজন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় সংসদের হুইপ সারজিদা খানমের একান্ত সহকারী সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে প্রশাসনে বড় ধরনের পদোন্নতিও আসছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ঈদের আগেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। এবার অতিরিক্ত সচিব পদে শতাধিক কর্মকর্তা পদোন্নতি পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘এবার শতাধিক কর্মকর্তা অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেতে যাচ্ছেন। আর এ পদোন্নতির প্রজ্ঞাপন ঈদুল ফিতরের আগেই জারি হতে পারে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছিল। সেই তালিকায় শতাধিক কর্মকর্তা ছিলেন। যাদের পদোন্নতি প্রক্রিয়া শেষ করা যায়নি নির্বাচনের কারণে। নতুন সরকার গঠনের পর অবারও কাজ শুরু হয়। ধাপে ধাপে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।’
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে বিসিএস (প্রশাসন) ১৮তম ব্যাচ থাকবে প্রথম সারিতে। এরপর ১৭ ও ১৫ ব্যাচের বঞ্চিত কর্মকর্তাদেরও পদোন্নতির জন্য বিবেচনায় আনা হয়েছে। মন্ত্রণালয়ের সূত্র মতে, অতিরিক্ত সচিবের অনুমোদিত পদ ১৩৫টি হলেও এই পদে বর্তমানে কর্মরত প্রায় ৩৫০ জন। এদিকে বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তারাও পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন। এ তালিকায় ৭০ জন কর্মকর্তা রয়েছেন। যাদের পদোন্নতি দেওয়া জরুরি বলে মনে করছে সরকার।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘এটা রুটিন ওয়ার্ক। তবে পদের চেয়ে কর্মকর্তাদের সংখ্যা অনেক বেশি, এটা সত্য। সেক্ষেত্রে আমাদের পদ সৃষ্টির উদ্যোগ অব্যাহত আছে। সে প্রক্রিয়া চলমান।’
এর আগে, গতকাল সোমবার আট কর্মকর্তার দফতর বদল হয়। একজনের নিয়োগ আরেকজনের পদোন্নতির আদেশ জারি হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশ অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধনের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. মাহবুব আলম তালুকদারকে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মহিবুজ্জামানকে জীবন বিমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) নুজহাত ইয়াসমিনকে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক এবং পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ছায়েদুজ্জামানকে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসাবে পদায়ন করা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রে ইকোনমিক মিনিস্টার মো. মাহমুদুল হাসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্তি, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) করা হয়েছে। আর মো. রেজানুর রহমানকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসাবে পদায়ন করা হয়েছে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব জোবায়দা বেগমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
আরেকটি আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর নাহিদ আহসানকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। ভিন্ন এক আদেশে মো. রেজাউজ্জামানকে জাতীয় সংসদের হুইপ সানজিদা খানমের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। একই দিনে আরেক আদেশে সিনিয়র সহকারী সচিব আলীম আখতার খানকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সারাবাংলা
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন