মনে হয় না ’১৪ বা ’১৮ সালের মতো আরেকটা নির্বাচন হবে
13 October 2023, Friday
বর্তমান পরিস্থিতিতে ২০১৪ বা ২০১৮ সালের মতো আরেকটি নির্বাচন হবে না বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেছেন, আমাদেরকে কোনো না কোনোভাবে প্রকৃত একটি নির্বাচনের কাছাকাছি যেতে হবে। মানবজমিনের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, যদিও এখনো বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। দুইটি বড় দল দুই অবস্থানে অনড় রয়েছে। এমন অবস্থায় সামনে পরিস্থিতি কী দাঁড়ায় এখনই তা বলা যাচ্ছে না।
রাজনৈতিক নেতাদের বক্তব্যে তলে তলে, মাথায় ইউরেনিয়াম ঢেলে দেয়া এসব কথা ক্ষমতার দম্ভ থেকেই আসে উল্লেখ করে তিনি বলেন, কোনো ধরনের জবাবদিহিতা না থাকলে এই ধরনের কথা বলা যায়। এমন কথা বলার মতো পরিস্থিতি তৈরি হয়। বিষয়টি এমন- আমি যেকোনো কথা বলতে পারি অসুবিধা নেই এবং বিচার বিবেচনা, দায়িত্ববোধ, সৌজন্যবোধ- এসবের কোনো বালাই নেই। তিনি বলেন, বিশেষ করে ক্ষমতার বাইরে থেকে একজন ব্যক্তি এ ধরনের কথা বলে পার পেতে পারে না। ক্ষমতার মধ্যে থাকলে তাদের একটি ধারণা তৈরি হয় যে, তিনি যা খুশি তাই বলতে পারে এবং করতে পারেন। ক্ষমতার দম্ভ থেকেই এগুলো হয়।
তলে তলে, মাথায় ইউরেনিয়াম ঢেলে দেয়া এসব শব্দ চয়নের সঙ্গে একজন রাজনীতিকের সম্পর্ক থাকতে পারে না। ক্ষমতার একটি রোগ আছে। সেই রোগ থেকে এগুলো হচ্ছে।
তিনি বলেন, অনিয়ন্ত্রিত ক্ষমতা, জবাবদিহিহীনতা থেকে এ ধরনের ঘটনা ঘটে। সেখান থেকে রুচিরও অধঃপতন হয়। দায়িত্ববোধেরও অধঃপতন হয়। আইন, বিচার ব্যবস্থা, জবাবদিহি না থাকলে এ ধরনের কথা বলার রোগে ধরে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দিয়ে তো আর সুষ্ঠু নির্বাচন হবে না। আমাদের জনগণ কতোটা নির্বাচনের জন্য সরব হতে পারে সেটার ওপর একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নির্ভর করে।
পরিস্থিতি কী নির্বাচনের দিকে এগোচ্ছে জানতে চাইলে তিনি বলেন, সুষ্ঠু ও স্বাধীন নির্বাচন হওয়া উচিত। এখানে সরকারের ভূমিকাই প্রধান। সরকার সুষ্ঠু নির্বাচনে কতোটুকু রাজি হবেন সেটাই এখন বড় প্রশ্ন। দেখে মনে হচ্ছে এটি সরকারের জীবন-মরণ সমস্যা। ক্ষমতা ছেড়ে দিলে তার অনেক ধরনের ঝুঁকি আছে।
তিনি বলেন, তাদের (সরকারের) প্রতি জনসমর্থন রয়েছে বিষয়টি যদি এমন হয় তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে সমস্যা কোথায়? মনে হয় না আগামী নির্বাচন ২০১৪ কিংবা ২০১৮ সালের নির্বাচনের মতো হবে। কোনো না কোনোভাবে নির্বাচনের কাছে যেতে হবে। এখন সেটা কীভাবে, কোন মাত্রায় যাবে, তাদের কৌশল পরিকল্পনা কি- এসবের ওপর অনেক কিছু নির্ভর করে। এখানে ভারতসহ অন্যান্য দেশের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সবকিছু মিলে এখনো আমরা যথেষ্ট অনিশ্চয়তার মধ্যে আছি।
মানবজমিন
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন