যেভাবে বুঝবেন আপনি বুড়ো হয়ে যাচ্ছেন!
10 August 2020, Monday
বয়স বেড়ে যাচ্ছে ব্যাপারটা আপনি মানুন বা না মানুন আপনি কিন্তু আর তরুণ নেই এটাই সত্য। কিন্তু কীভাবে বুঝবেন আপনি বুড়ো হয়ে যাচ্ছেন? দেখুন
* আপনি এখন গার্লফ্রেন্ড ছাড়া দিব্যি থাকতে পারেন কিন্তু চশমা ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না।
* পরিবারের সদস্যদের এখন আর কোনো ব্যাপারে অনুরোধ করতে হয় না আপনাকে। উল্টো তাদের নানা বিষয়ে এখন আপনি আদেশ করেন। এটা করো না, ওটা করো না, ওখানে যেও না, এটা খেও না ইত্যাদি।
* কারও সামনে এলেই (বিশেষ করে কোনো নারীর সামনে) আপনি আপনার ভুড়িটা ভেতরের দিকে টেনে ধরে দাঁড়ান। যাতে আপনার ভুড়িটা বোঝা না যায়।
* বাইরে বের হওয়ার সময় এখন আর আপনি তিন তিনবার শার্ট বদলে আয়নায় নিজেকে আর দেখেন না।
* জ্বর-ঠাণ্ডায় ছুটি নিয়ে বাসায় বোর হওয়ার চেয়ে অফিস করাটাকেই এখন আপনি শ্রেয় মনে করেন।
* আপনাকে এখন প্রায়ই দ্রব্যমূল্য বৃদ্ধি এবং তরুণ সমাজের বখে যাওয়া নিয়ে কথা বলতে শোনা যায়।
* তর্ক করতে নয়, বরং তর্ক থামাতেই এখন আপনি বিশেষ ভুমিকা পালন করে থাকেন।
* আগে পাড়ার গলি দিয়ে হাঁটতে গেলে কেউ আপনাকে লক্ষ করত না। কিন্তু ইদানীং আপনাকে দেখে পাড়ার ছেলেরা সিগারেট লুকিয়ে ফেলে।
* আপনার ব্যক্তিগত ড্রয়ারে এখন ডাক্তারদের একাধিক ভিজিটিং কার্ড থাকে এবং প্রায়ই সেগুলো আপনার প্রয়োজন পড়ে।
* সুস্বাদু ও মসলাদার খাবার খেলে সে সঙ্গে এখন আপনাকে একটি হজম এবং একটি গ্যাসের ওষুধও খেতে হয়।
* আজকালকার আধুনিক গান শুনতে আপনার ভালো লাগে না। কিন্তু পুরোনো দিনের গান শুনলেই আপনি বেশ আবেগপ্রবণ হয়ে ওঠেন।
* এখন আর আপনাকে অন্যের উপদেশ শুনে শুনে বিরক্ত হতে হয় না। বরং অন্যরা আপনার উপদেশ শুনতে শুনতে ক্লান্ত হয় এখন।
* রঙিন পোশাকের চেয়ে হালকা রঙের আরামদায়ক এবং ঢিলেঢালা পোশাক এখন আপনার বিশেষ পছন্দ।
* আপনার সহপাঠিনী বান্ধবীদের কাছ থেকে বিশেষ দিনে এখন আর শুভেচ্ছা কার্ড পান না। বরং প্রায়ই তাদের ছেলে-মেয়ের বিয়ের নিমন্ত্রণ কার্ড আসে আপনার নামে।
* বর্ষাকালে বৃষ্টিতে কাকভেজা হয়ে এখন আর আপনাকে ঘরে ফিরতে হয় না। কারণ এখন আপনার ব্যাগে সবসময় একটি ছাতা থাকে।
* এখন আর আপনার বন্ধুরা আপনাকে ‘জ্যাক’ বা ‘ম্যাক’ না ডেকে ‘জাকারিয়া’ বা ‘মোকাম্মেল’ নামে ডাকে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন