Image description

গাইবান্ধার অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘মোহনা’র আয়োজনে স্থানীয় পৌর শহীদ মিনার প্রাঙ্গণে শুক্রবার রাতে ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাত ৮টায় শুরু হয়ে তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে ভাওয়াইয়া গান পরিবেশন করেন কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার শিল্পীরা।

উৎসবের উদ্বোধন করেন ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। প্রচণ্ড শীত উপেক্ষা করে খোলা স্থানে উপচেপড়া দর্শক এ অঞ্চলের জনপ্রিয় ভাওয়াইয়া গান উপভোগ করেন।

কুড়িগ্রামের ভাওয়াইয়া শিল্পী পঞ্চানন রায়, সুরভী রানী রায়, নাজমুল হুদা, গাইবান্ধার ভাওয়াইয়া শিল্পী আফছার আলী, রোকসানা আক্তার রিতা ও ফেরদৌসী বেগম তাদের গানে অনুষ্ঠান মাতিয়ে তোলেন। বাংলা ঢোলে কাজল রায়, দোতারায় রকিবুল ও বাঁশিতে জীবন রায় অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

মোহনার সংগঠক প্রমতোষ সাহা বলেন, মোহনা নিয়মিতভাবে প্রতি মাসে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। তিন দশকের স্বপ্নযাত্রায় মোহনা এবার মোহনার ১৫০তম আসর উপলক্ষে এই ভাওয়াইয়া উৎসবের আয়োজন করা হয়েছে।