ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র আজ সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বর্তমানে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভিসি এবং ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করছেন।
এদিকে, বেলা ৪টার দিকে তার ভিসি হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসময় দ্যা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, আনুষ্ঠানিকভাবে আমাকে এ বিষয় নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে আমি আমার ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাকে ভিসি হিসেবে চেয়েছেন।
“মূলত ছাত্ররা ভিসি হিসেবে আমাকে দেখতে চেয়েছেন, তাই আমি আলোচনায় আছি। এখন আমি কিংবা অন্যকেউ আসুক সেটা বড় বিষয় নয়। আমাকে যে তারা আলোচনায় এনেছেন সেজন্য কৃজ্ঞতা প্রকাশ করছি।”
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন