জ্বর থেকে সেরে উঠেছেন লিটন দাস। এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া লিটন এবার সুপার ফোরের ম্যাচ খেলতে পাকিস্তান যাচ্ছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। তবে এই খবর জানেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
লিটন দাসের পাকিস্তান যাত্রার কথা শুনে আকাশ থেকে পড়লেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টাইগার ওপেনার যে এশিয়া কাপ খেলতে পাকিস্তান রওনা দিচ্ছেন তা জানতেন না বলে দাবি করেছেন তিনি।
আজ সকালে বিসিবির সূত্র থেকে জানা গিয়েছিল, এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াডের সঙ্গে যোগ দিতে রাতেই পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন লিটন। তাকে দলে অন্তর্ভূক্ত করার জন্য এখনও কাজ চলছে। কিন্তু বিকেলে সাংবাদিকদের কাছে এই খবর জেনে হতবাক বিসিবি সভাপতি। এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান তিনি।
আজ সাংবাদিকদের সামনে বিশ্বকাপের দল নিয়ে কথা বলতে হাজির হয়েছিলেন পাপন। সেখানে কথাপ্রসঙ্গে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের কথাও উঠে আসে।
লিটন দাস যে সুপার ফোরে খেলতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন এমন কথা শুনে পাপন বলেন, 'প্রথম কথা হচ্ছে, আমার জানা নেই যে, ও (লিটন) আজকে যাচ্ছে। ও যে যাচ্ছে এই খবরই আমি শুনিনি। আমি খোজ নিচ্ছিলাম। আমি ওদের বিষয়ে প্রায়ই খোঁজ নেই। জানতে চাচ্ছিলাম, ওর আপডেটটা কী? তবে ও যে যাচ্ছে, এ বিষয়ে আমি কিছুই জানি না। আমার মনে হয় না ও যাচ্ছে, কারণ গেলে তো আমি জানতাম।'
পাকিস্তানের উদ্দেশ্যে আজ দেশ ছাড়বেন লিটন দাস। ছবি: সংগৃহীত
এরপর সাংবাদিকরা তাকে জানান যে, আজ রাত ৯টার ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন লিটন। এ কথা শুনেই আকাশ থেকে পড়লেন পাপন। তার মুখ থেকে বিস্ময়ে বেরিয়ে আসে, 'ও যাচ্ছে!'
তিনি বলেন, 'আশ্চর্য, আজকে আমার সঙ্গে এখানে তো আমাদের সিলেক্টররাও আসছিল। ওরাও তো বলল না।'
তবে এভাবে বিনা নোটিশে লিটন কীভাবে পাকিস্তানে যাবেন এবং এশিয়া কাপে অংশ নেবেন তা বোধগম্য হচ্ছে না পাপনের। তিনি বলেন, 'কীভাবে যাবে! অনুমোদন (বিসিবির) ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদনও তো লাগবে। আমার কাছে বিষয়টি বোধগম্য হচ্ছে না। ওখানে অধিনায়ক, কোচ, রাজ্জাক (নির্বাচক আব্দুর রাজ্জাক), জালাল ভাই (জালাল ইউনুস) আছেন, ওদের সঙ্গে আমার কথা হয়েছে, কেউ কিন্তু আমাকে কিছু বলেনি। আমি জানি না, এটা সামথিং নিউ।'
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন