বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। কটাক্ষ করেছেন বাংলাদেশ দলকে নিয়েও।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এ ম্যাচে ফারজানা হক পিংকির ঐতিহাসিক সেঞ্চুরির সুবাদে ৪ উইকেটে ২২৫ রান করে বাংলাদেশ। জবাবে সহজেই ম্যাচ জয়ের পথে ছিল সফরকারী ভারত। কিন্তু ৩৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সমান ২২৫ রানে গুটিয়ে যায় ভারত।
ফলে শেষ ওয়ানডেটি টাই হলে বাংলাদেশের সাথে সিরিজটি সমতায় শেষ করতে বাধ্য হয় ভারত।
তবে ক্রিকেটের দারুণ এক রোমাঞ্চকর দিনটাকে নিজের অক্রিকেটীয় আচরণ দিয়ে অস্বস্তিকর করে তুলেছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। আউট হয়ে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছেন ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে।
ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামা ইয়াশটিকা ভাটিয়া ৫ রানে লেগ-বিফোর আউট হন। আউটের পর বিরক্তি প্রকাশ করতে গিয়ে বলটি লেগ সাইডে থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। এরপর ১৪ রানে হরমানপ্রীত ক্যাচ দিয়ে আউট হন। কিন্তু বল তার ব্যাটে স্পর্শ করেনি বলে জানান তিনি। ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে রাগও প্রকাশ করেন হারমনপ্রীত।
ম্যাচের শেষে বিরক্ত হারমানপ্রীত বলেন, ‘আমি মনে করি খেলা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ক্রিকেট ছাড়াও, আম্পায়ারিংয়ের ধরনে আমরা খুব অবাক হয়েছি।’
‘দুর্বল’ আম্পায়ারিংয়ের ব্যাখা দিয়ে হারমানপ্রীত বলেন, ‘আগামীতে বাংলাদেশ সফরে এই ধরনের আম্পায়ারিং মোকাবেলা করার বিষয়ে নিশ্চিত থাকতে হবে এবং সেভাবেই নিজেদের প্রস্তুত করতে হবে।’
হারমানপ্রীত বলেন, ‘আমরা মিস ফিল্ডিংয়ে কয়েকটি রান ছেড়েছি। তবে আমাদের ব্যাটিংকালে ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু আমি আগেই বলেছি, আম্পায়ারিংয়ের কিছু সিদ্ধান্ত ভুল ছিল এবং আমরা আম্পায়ারদের দেয়া কিছু সিদ্ধান্তে সত্যিই হতাশ হয়েছি।’
সিরিজ সমতায় শেষ হওয়ার পর দুই দলের একসাথে ট্রফি নিয়ে ছবি তোলার রীতিটা নতুন নয়। শনিবার হারমানপ্রীত ও নিগার সুলতানার হাতে ট্রফি তুলে দেয়ার পর দুই দলকে একসাথে ছবি তোলার অনুরোধ করা হয়। দুই দল কয়েক মুহূর্তের জন্য এক হয়ে ছবি তোলার পর্ব শেষ করতেই হারমানপ্রীতকে নিগারের দিকে হাত নেড়ে কিছু কথা বলতে শোনা যায়। উপস্থিত যারা ছিলেন, তাদের সূত্রে জানা গেছে, নিগারকে নাকি হারমানপ্রীত আম্পায়ারদের সাথে ছবি তুলতে বলেছেন। কারণ, এই ট্রফি নাকি বাংলাদেশ দলকে আম্পায়াররা জিতিয়েছেন।
হারমানপ্রীতের এই কটাক্ষের পর নিগার নিজ দলের সাথে ট্রফি নিয়ে আর কোনো ছবি তোলেননি। সোজা পুরো দল নিয়ে ড্রেসিংরুমে ঢুকে যান। পরে সংবাদ সম্মেলনেও এ নিয়ে নিগারকে প্রশ্ন করা হয়। প্রথমে এ নিয়ে কোনো মন্তব্যই করতে চাননি বাংলাদেশ দলের অধিনায়ক। পরে শুধু বলেছেন, ‘ও (হারমানপ্রীত) যেটা করেছে, সেটা ওরই। সেটা আমাদের কোনো কিছু নয়। তবে আমি বলব, ক্রিকেটার হিসেবে সে আরেকটু ভালোভাবে কথা বলতে পারত। তবে ও করেছে, ওর ব্যাপার। আমার কোনো মন্তব্য করা উচিত হবে না।’
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন