অনেক সময় দেখা যায় আপনার ফোনে ইন্টারনেট ব্যবহার করা খুবই কঠিন হয়ে পড়ে। কারণ ঠিকভাবে কোনো কিছুই ব্রাউজ করা যায় না। সোশ্যাল মিডিয়া, ইউটিউব কিংবা কলও যায় না ফোন থেকে। মোবাইল ইন্টারনেট হোক কিংবা ওয়াই-ফাই সবটাই স্লো হয়ে যায়। আপনি এ সমস্যার সমাধান সহজেই করতে পারবেন। দেখে নিন কয়েকটি সমস্যার সমাধান—
ব্রাউজিং ডাটা ও ক্যাশ ক্লিয়ার করা
আপনার অ্যাপ্লিকেশন ও ব্রাউজারের ক্যাশ মেমোরি বেশি জমে গেলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। তাই নিয়মিত ক্যাশ এবং অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে ফেলুন। এ ছাড়া আপনার ব্রাউজারটি আপডেটেড না থাকলে এটি ধীরগতির হতেই পারে। তাই ব্রাউজার এবং অন্যান্য ইন্টারনেটভিত্তিক অ্যাপ্লিকেশন আপডেট রাখা খুবই গুরুত্বপূর্ণ।
এ ছাড়া ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন বন্ধ করা উচিত। কারণ অনেক সময় ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ্লিকেশন ইন্টারনেট ব্যবহার করে, যা ফোনের ইন্টারনেট গতি কমিয়ে দেয়। অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো বন্ধ রাখুন।
আর ডাটা সেভার চালু। অনেক ব্রাউজার এবং ফোনে ডাটা সেভার ফিচার থাকে। এটি চালু করলে অপ্রয়োজনীয় ডাটা খরচ কম হয় এবং ব্রাউজিং গতি বাড়ে।
এবং আপনার অ্যাপ ক্যাশ ক্লিয়ার করুন। কারণ আপনার ফোনের কিছু অ্যাপ্লিকেশন যেমন সোশ্যাল মিডিয়া অ্যাপ, ইউটিউব ইত্যাদিতে বেশি ক্যাশ জমে থাকে। তাই নিয়মিত অ্যাপ ক্যাশ ক্লিয়ার করে ইন্টারনেটের গতি বৃদ্ধি করতে পারেন।
এ ছাড়া নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন। কারণ ফোনের নেটওয়ার্ক সেটিংসে কোনো সমস্যা থাকলে সেটিংস রিসেট করতে পারেন। এটি অনেক সময় নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে সহায়ক।
আর কম্প্রেশন টুল ব্যবহার করা উচিত। কারণ কিছু ব্রাউজার যেমন গুগল ক্রোম বা অপেরা মিনি ডাটা কম্প্রেশন প্রযুক্তি ব্যবহার করে, যা ইন্টারনেটের গতি বাড়াতে সাহায্য করে।
আপনি নির্দিষ্ট ব্রাউজার কিংবা অ্যাপ ব্যবহার করুন। কিছু ব্রাউজার বা অ্যাপ দ্রুতগতির জন্য বিশেষভাবে তৈরি। যেমন-অপেরা মিনি বা ইউসি ব্রাউজার, এগুলো দ্রুত ব্রাউজিং অভিজ্ঞতা দিতে পারে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন