গাড়ি, স্কুটার এখন অতীত। ভবিষ্যতে ব্যাটারির জোরেই উড়তে পারে বিমান। না, কল্পবিজ্ঞান নয়, অদূর ভবিষ্যতেই তা বাস্তবায়িত করতে চলেছে এক চীনা সংস্থা। কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল) নামের এক সংস্থা সম্প্রতি এমনই শক্তিশালী এক ব্যাটারির প্রদর্শনী করেছে। সংস্থার দাবি, এই ব্যাটারি এতটাই শক্তিশালী যে এর মাধ্যমেই বৈদ্যুতিক বিমান চালনা করা যেতে পারে।
সিএটিএল-এর দাবি, ৫০০ ওয়াট-আওয়ার/কেজি পর্যন্ত এনার্জি ডেনসিটির এই ব্যাটারি এমন প্রযুক্তিতে তৈরি করা হয়েছে যে এর মাধ্যমে একইসাথে উচ্চ শক্তি ঘনত্ব এবং উচ্চ স্তরের নিরাপত্তা প্রদান করা হয়েছে।
এই অভিনব ব্যাটারিতে ছোট আকারের মধ্যেই বেশি পরিমাণে শক্তি ধারণের ক্ষমতা রয়েছে। প্রতি কিলোগ্রামে 500 ওয়াট-আওয়ারের শক্তি ঘনত্ব রয়েছে এই ব্যাটারিতে। সিএটিএল-এর প্রধান বিজ্ঞানী উ কাই সাংহাই অটো শোতে এই ব্যাটারির প্রদর্শনী করেন ও ব্যাখা দেন। সিএটিএল-এর সবচেয়ে নতুন ব্যাটারির নাম 'কিলিন'। এই ব্যাটারির শক্তি ঘনত্ব ২৫০ ওয়াট-আওয়ার/কেজি । সংস্থার দাবি, এই ব্যাটারির মাধ্যমে এক চার্জে ১,০০০ কিলোমিটার (৬২০ মাইল) পর্যন্ত কোনো বৈদ্যুতিক যান চালানো যেতে পারে।
সিএটিএল-এর মতে, তারা এক অত্যাধুনিক কনডেন্সড স্টেট ব্যাটারি তৈরি করেছে। সংস্থার দাবি, এই ব্যাটারির মাধ্যমে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল সেক্টরে ঝড় তোলা যাবে বলে মনে করছে সংস্থা। তবে বিশেষজ্ঞদের মতে, এখনো অনেক পরীক্ষানিরীক্ষা বাকি। এই ব্যাটারি আদৌ কতটা কার্যকর, বাস্তব পরিস্থিতিতে তা পরীক্ষা করে দেখা এখনও বাকি রয়েছে।
সিএটিএল হলো বিশ্বের বৃহত্তম ইভি ব্যাটারি নির্মাতা। চলতি বছরেই নতুন এই ব্যাটারির ব্যাপক হারে উত্পাদন শুরুর পরিকল্পনা করছে সংস্থা। এই প্রযুক্তি ব্যবহার করে একটি বেসামরিক বৈদ্যুতিক বিমান তৈরির পরিকল্পনা সিএটিএল-এর। তবে প্রাইভেসি চুক্তির উল্লেখ করে সংস্থা জানিয়েছে, ঠিক কাদের সঙ্গে হাত মিলিয়ে এই বৈদ্যুতিক বিমান তৈরি করা হচ্ছে, তা এখনই প্রকাশ করা যাবে না।
কিন্তু সিএটিএল-এর এই ব্যাটারির দাম কত হবে? এই বিষয়ে সংস্থা কিছু জানায়নি। তবে তাদের আভাস, এর দাম গাড়ির ব্যাটারির তুলনায় প্রায় ১০ গুণ বেশি হবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন