কলকাতায় শুরু হচ্ছে চতুর্থ ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। শনিবার (২৯ অক্টোবর) থেকে শুরু হওয়া এই উৎসবে এবার প্রদর্শিত হবে ২৫টি বাংলাদেশি চলচ্চিত্র। কলকাতার রবীন্দ্র সদনে উৎসবের উদ্বোধনীতে থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আরও থাকবেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও জয়া আহসানসহ একঝাঁক বাংলাদেশি তারকা।
শনিবার থেকে শুরু হয়ে আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে চতুর্থ ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। এরই মধ্যে আয়োজনের সব প্রস্তুতি শেষ। বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় হতে যাচ্ছে উৎসবটি। ২৫টি পূর্ণদৈঘ্র্য চলচ্চিত্র ছাড়াও এ উৎসবে বাংলাদেশি চারটি তথ্যচিত্র এবং আটটি শর্টফিল্মও প্রদর্শিত হবে।
যে ২৫টি বাংলাদেশি সিনেমা দেখানো হবে উৎসবে
গুণীন, হৃদিতা, বিউটি সার্কাস, হাওয়া, পরান, পায়ের তলায় মাটি নেই, পাপ পূণ্য, কালবেলা, চিরঞ্জীব মুজিব, রেহানা মরিয়াম নূর, নোনা জলের কাব্য, রাত জাগা ফুল, লাল মোরগের ঝুটি, গুড়, গলুই, গন্ডি, বিশ্বসুন্দরী, রূপসা নদীর বাঁকে, শাটল ট্রেন, মনের মতো মানুষ পাইলাম না, ন-ডরাই, কমলা রকেট, গহীন বালুচর এবং ঊনপঞ্চাস বাতাস।
এছাড়া যে আটটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে দেখানো হবে সেগুলো হলো- ধড়, ময়না, ট্রানজিট, কোথায় পাব তারে, ফেরা, নারী জীবন, কাগজ খেলা ও আড়ং। পাশাপাশি চারটি তথ্যচিত্র হলো- হাসিনা-এ ডটারস টেল, বধ্য ভূমিতে একদিন, একটি দেশের জন্য গান এবং মধুমতি পারের মানুষটি শেখ মুজিবুর রহমান।
আয়োজকরা বলছেন, বাংলাদেশ চলচ্চিত্র উৎসব দুই দেশের মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। এর আগে গত বছর নন্দন-১ উৎসবে বাংলাদেশের ৩২টি জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল।
(ঢাকাটাইমস
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন