ভারতের পশ্চিমবঙ্গে একটি অপরিশোধিত তেলের কারখানায় আগুনে ঝলসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছে আরও বেশ কয়েকজন। তাদেরকে বারাসাত রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের দিকবাড়িয়ার বাদু রোডের একটি অপরিশোধিত তেলের কারখানায় বুধবার (৩০ অক্টোবর) আচমকা আগুন লাগে। সঙ্গে সঙ্গে গোটা এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে যায়। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানায়। আগুন মুহূর্তের মধ্যেই গোটা কারখানা গ্রাস করে।
সে সময় কারখানার ভেতরে কাজ করছিল বেশ কয়েকজন কর্মচারী। অনেক চেষ্টা করেও বেশ কয়েকজন কর্মচারী কারখানার ভেতর থেকে বেড়িয়ে আসতে পারেনি। ফলে আগুনে ঝলসে যায় তারা।
ওই শ্রমিকদের উদ্ধার করে বারাসাত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত কর্মচারীদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ও স্থানীয় পুলিশকে খবর দেয়। এরপরেই দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর চেষ্টা করে।
স্থানীয় বাসিন্দা রিন্টু রায় বলেন, হঠাৎ করে দেখি কারখানায় ভেতর থেকে জোড়ে আওয়াজ আসছে। তারপরেই দেখি দাউ-দাউ করে আগুন জ্বলছে। এখানকার স্থানীয় বাসিন্দারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিল।
ডিভিশনাল ফায়ার কর্মকর্তা সরোজ কুমার বাগ জানিয়েছেন, এটা একটি অপরিশোধিত তেলের কারখানা। প্রাথমিকভাবে কয়েকজন আহত হয়েছে। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিভাবে আগুন লাগল সেটা তদন্তের পরই জানা যাবে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন