আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে বাড়ছে জ্বালানি তেলের দাম। চলতি সপ্তাহে ২০২৩ সালের সর্বোচ্চ স্তরে উঠেছে জ্বালানি পণ্যটির দর। এখন যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে ব্যারেলপ্রতি মূল্য আবার ১০০ ডলারে পৌঁছবে।
সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এই বাণিজ্যিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, কিছু বিশ্লেষক মনে করেন; এই বছরের শেষ নাগাদ ওই মাইলফলক স্পর্শ করবে তেল। এদিকে, গত শুক্রবার সকালে লন্ডন এক্সচেঞ্জে আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৯৩ ডলার ৪৬ সেন্টে।
একই কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর সামান্য পরিবর্তন হয়েছে। ব্যারেলপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ৯০ ডলার ০৯ সেন্টে।
আগের কর্মদিবসে (বৃহস্পতিবার) উভয় বেঞ্চমার্ক পৃথকভাবে চলতি বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল।
চলমান মাসের সূচনা থেকেই তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বর্তমানে জ্বালানি পণ্যটির দাম টানা ৩ সপ্তাহ বাড়ার পথে আছে।
ব্যাংক অব আমেরিকার বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছেন, শিগগিরই ব্যারেলে তেলের দাম উঠবে ১০০ ডলারে। গত মঙ্গলবার ফ্রান্সিস্কো ব্লান্চ নেতৃত্বাধীন গবেষকরা এক গবেষণা প্রবন্ধে বলেন, এশিয়ায় তেলের চাহিদা বাড়ছে। বিপরীতে ওপেক প্লাস উত্তোলন কমিয়ে যাচ্ছে। এখন আমরা মনে করি, ২০২৪ সালের আগেই ব্যারেলে ব্রেন্টের দর ১০০ ডলার ছাড়িয়ে যাবে।
বিডি-প্রতিদিন
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন