দেশের প্রথম উড়াল মহাসড়ক ঢাকা এলিভেডেট এক্সপ্রেসওয়েতে অনানুষ্ঠানিকভাবে যান চলাচল শুরু হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় এলিভেডেট এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালী দুটি টোল প্লাজায় আগুন দেওয়া হয়। তার পর থেকেই এই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল শুক্রবার এক্সপ্রেসওয়ের বনানী ও কুড়িল অংশে ঘুরে যান চলাচল করতে দেখা যায়।
কিন্তু এসব যান থেকে নির্ধারিত টোল আদায় করতে কোনো কর্তৃপক্ষ ছিল না।
এর আগের দু-তিন দিনও এক্সপ্রেসওয়ে দিয়ে বিভিন্ন যান চলাচল করেছে, তবে সেগুলো অনিয়মতান্ত্রিক ছিল। ওই সময় কিছু অযান্ত্রিক যানের সঙ্গে মোটরসাইকেল, অটোরিকশাও চলাচল করেছে। কিন্তু গতকাল পূর্ব নির্ধারিত নিয়ম মেনে কোনো অযান্ত্রিক যান বা মোটরসাইকেল ও অটোরিকশা চলাচলও করতে দেওয়া হয়নি।
বনানীর চেয়ারম্যান বাড়িতে অবস্থিত এক্সপ্রেসওয়ের যে র্যাম্পটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেখানে দেখা যায়, টোলপ্লাজার পোড়া বুথগুলো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। গাড়িগুলো শৃঙ্খলাবদ্ধভাবে যেন প্রবেশ করতে পারে, কিছু মানুষ দাঁড়িয়ে সেই দায়িত্ব নিয়েছে। তবে টোল আদায় করা হচ্ছে না।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক দেখা যায়।
তবে সাপ্তাহিক ছুটির দিন থাকায় সড়কে গাড়ি কম ছিল। কিন্তু সেই তুলনায় ট্রাফিকব্যবস্থা ঠিক রাখার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী শিক্ষার্থীর সংখ্যা ছিল বেশি।
গতকাল দুপুর ২টায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে প্রায় ৩০ জনের মতো তরুণকে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এ ছাড়া প্রায় প্রতিটি সড়কের মাঝ বরাবর কয়েক ফুট দূরে দূরে কয়েকজন করে শিক্ষার্থীকে দাঁড়িয়ে ট্রাফিকব্যবস্থা নিয়ন্ত্রণে সাহায্য করতে দেখা যায়। বিকেল সাড়ে ৩টায় আসাদগেট থেকে খামারবাড়ি পর্যন্ত সড়কেও গাড়ির চেয়ে শিক্ষার্থীর উপস্থিতি বেশি ছিল।
আজ নামবেন ইলিয়াস কাঞ্চন
আজ শনিবার শিক্ষার্থীদের সাহায্য করতে সড়কে নামবেন ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলছে, গত ৬ আগস্ট থেকে শিক্ষার্থীদের পাশে থেকে ট্রাফিক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন নিরাপদ সড়ক চাইয়ের সদস্যরা। আজ সকাল ১১টায় ইলিয়াস কাঞ্চন গুলশান থেকে রাজধানীর বিভিন্ন সড়কে এই কার্যক্রমে অংশ নিয়ে শাহবাগে অবস্থান নেবেন। সেখানে দুপুর পর্যন্ত কার্যক্রম পরিচালনা করে বিকেলে কাকরাইল মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে থাকবেন তিনি।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন