আইনে থাকলেও মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বাসভবন, শ্রম আপিল ট্রাইব্যুনাল ও জাতীয় পার্টির কার্যালয়েও পতাকা ছিল পতাকাদণ্ডের চূড়ায় পূর্ণ উত্তোলন করা।
সরকারি সুষ্পষ্ট নির্দেশনা থাকার পরও বাঙালি জাতির গুরুত্বপূর্ণ এই দিনে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ আইন ও বিচারবিভাগ ও সংসদের বিরোধী দলের কার্যালয়ে পতাকা অর্ধনমিত না রাখা নিয়ে প্রশ্ন ওঠেছে বিভিন্ন মহলে। তারা বলছেন, রাষ্ট্রের উঁচু পর্যায়ে এ কেমন ভুল! অবশ্য প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা দায় স্বীকার করে বলেছেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার দুপুর ১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে সচিবালয়, রেল ভবনসহ বেশিরভাগ প্রতিষ্ঠানেই জাতীয় পতাকা যথাযথ মর্যাদায় অর্ধনমিত দেখা গেছে।
গেল বছরের ৯ আগস্ট এক প্রজ্ঞাপনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সে অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসসহ জাতীয়ভাবে শোক পালনের দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। পতাকাদণ্ডের ওপর থেকে চার ভাগের একভাগ দৈর্ঘ্যের সমান নিচে পতাকা বাঁধতে হবে।
তবে সরেজমিনে বুধবার বেলা ১১টা ৮ মিনিটে রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে পতাকাদণ্ডের চূড়ায় পূর্ণ উত্তেলন করা দেখা গেছে জাতীয় পতাকা। দুপুর ১২টা ৮মিনিটে সেখানে পুনরায় ফিরে এসেও জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় পাওয়া যায়নি।
একইসঙ্গে গুগল ম্যাপ অনুযায়ী এই বাসভবনের ১ দশমিক ২ কিলোমিটার দূরত্বে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বেলা সোয়া ১১টার দিকে গিয়ে দেখা যায়, অর্ধনমিত নেই জাতীয় পতাকা। দুপুর ১টায় আবার সুপ্রিম কোর্টে গিয়ে একই দৃশ্য দেখা গেছে।