পিটিআই নেতা হাম্মাদ আজহার দাবি করেছেন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) দিন শেষ হয়ে গেছে এবং পাঞ্জাব এখন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নিয়ন্ত্রণে। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও ডনের
আজহার আরো বলেন, আগামী নির্বাচনে পিটিআই দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করবে। এক এক্স (টুইট) বার্তায় তিনি এসব কথা বলেন।
এ সময় আজহার পিটিআই নেতাদের হুঁশিয়ার করে বলেন, কোনো পিটিআই সদস্য অর্থ লেনদেন করে ধরা পড়লে তাকে অযোগ্য ঘোষণা করা হবে।
এদিকে পিএমএল-এন নেতা খাওয়াজা সাদ রফিক সব দলকে উদার মনোভাবাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন। এক টুইটবার্তায় তিনি এ আহ্বান জানান। তিনি লিখেছেন, কিভাবে রাজনৈতিক অস্থিতিশীলতার পরিসমাপ্তি ঘটানো যায় তা নিয়ে সব দলের ভাবা উচিত।
তিনি আরো বলেন, হিংসা-বিদ্বেষ ভুলে সবার পরমতসহিষ্ণু হওয়া উচিত। নিজেদের ভুল বিশ্লেষণ করে চিত্ত বিকশিত করা উচিত।
এদিকে গত ২৪ ঘণ্টায় পিএমএল-এনে যোগ দিয়েছেন পিটিআই সমর্থিত একজনসহ মোট ছয় স্বতন্ত্র বিজয়ী প্রার্থী। ইতোমধ্যে তাদের অভিনন্দন জানিয়েছেন পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফ।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী, নির্বাচনী ফল ঘোষণার তিন দিনের মধ্যে স্বতন্ত্ররা যেকোনো দলে যোগ দিয়ে সরকার বা বিরোধী দল গঠনে ভূমিকা রাখতে পারবেন।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন