শেখ হাসিনা নৌকার হাল ধরেছেন, পাল তুলেছেন; আর আমরা বৈঠা মেরে নৌকাকে বিজয়ী করব- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি।
দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেছেন, আগামী নির্বাচনে নৌকা বিজয়ী হবে, শেখ হাসিনা আবারো দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি দেশকে আরও উচ্চতায় নিয়ে যাবেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীনের কাছে মনোনয়ন ফরম জমা দিয়ে ফেরার সময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নেতাকর্মী, সমর্থকদের উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন।
এদিকে মনোনয়ন ফরম জমা দিয়ে উপজেলা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন মন্ত্রী।
এক প্রশ্নের জবাবে বিএনপি সম্পর্কে মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে। আদালত কর্তৃক তাদের অপরাধ প্রমাণিত, এজন্য তাদের জেল হয়েছে। তাই তারা মনে করে নির্বাচন হওয়া উচিত নয়। তাই তারা নির্বাচন বানচালের অপতৎপরতা চালাচ্ছে।
মনোনয়নপত্র জমাদানকালে মন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, পৌরসভার মেয়রসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন