পশ্চিমা বিশ্য মানেই খারাপ, এই ধারণা পরিত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
তিনি বলেন, পশ্চিমা বিশ্ব মানেই খারাপ নয়। দীর্ঘ সময় ধরে যে এই ধারণা বয়ে বেড়ানো হচ্ছে, তা এবার পরিত্যাগ করা উচিত। এমনটাই বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পশ্চিমা বিশ্ব খারাপ লোক নয় এবং পশ্চিমাদের নেতিবাচক উপায়ে দেখার সিনড্রোম কাটিয়ে উঠতে হবে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, মালায়ালাম নিউজ চ্যানেল এশিয়ানেটকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, তিনি পশ্চিমাদের হয়ে ব্যাটিং করছেন না।
সাক্ষাৎকারে এস জয়শঙ্কর বলেন, পশ্চিমা বিশ্ব খারাপ নয়, কারণ তারা এশিয়া ও আফ্রিকার বাজারে বিপুল পরিমাণ পণ্য এনে ভাসিয়ে দিচ্ছে না। এই নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসা উচিত এবার।
তিনি বলেন, পশ্চিমা বিশ্ব এশিয়া ও আফ্রিকার বাজারে বিপুল পরিমাণ পণ্য দিয়ে ভাসিয়ে দিচ্ছে না। আমার মনে হয়, ওই পুরোনো চিন্তাধারা থেকে বেরিয়ে আসা উচিত যে, পশ্চিমা বিশ্ব খারাপ এবং উন্নয়নশীল দেশগুলোর বিরুদ্ধে। বর্তমানে বিশ্ব পরিস্থিতি জটিল হয়ে গেছে এবং সেই সঙ্গে সমস্যাগুলো আরও জটিল হয়ে গেছে।
সম্প্রতি ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কেন আসেননি এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জিনপিং আসেননি কারণ তারা (চীন) চায়নি ভারতকে গ্লোবাল সাউথের নেতৃত্বে দেখতে।’
সাক্ষাৎকারে চীনের বাণিজ্যনীতি নিয়েও পরোক্ষভাবে কটাক্ষ করেছেন জয়শঙ্কর। তিনি দাবি করেন, বিগত ১৫-২০ বছরে বিশ্বায়নের বৈষম্যের জন্য বিভিন্ন দেশের পণ্য, উৎপাদন ও কর্মসংস্থান চাপের মুখে পড়েছে, কারণ সেসব দেশের বাজার সস্তা পণ্যে ভরে যাচ্ছে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন