ম্যাচের আগে শংকা ছিল বৃষ্টি নিয়ে। ম্যাচ শুরুর আগে সেই বৃষ্টি ৪০ মিনিট ভুগিয়েছে। রোববার কলম্বোয় এরপর যে বৃষ্টি হয়েছে সেটা দেখার জন্য এই শ্রীলংকা মোটেই প্রস্তত ছিল না।
বৃষ্টির পরই মোহাম্মদ সিরাজ যে গর্জন দিলেন তাতে বজ্রপাতের মতো হয়ে উইকেট ঝড়েছে শ্রীলংকার। আড়াই ঘন্টায় সাড়ে ২১ ওভারে শেষ ফাইনাল। ভারত জিতে নিয়েছে অষ্টমবারের মতো শিরোপা। প্রেমাদাসার গ্যালারিতে কিংবা টিভির সামনে বসে দর্শকরা দেখেছে হাইলাইটস।
প্রথমে ব্যাট করতে নামা শ্রীলংকার বিপক্ষে প্রথম ওভারে জাসপ্রিত বুমরা যে ভয়ংকর রূপ দেখিয়েছিলেন সেটা আড়াল করে দিলেন সিরাজ। পাঁচ উইকেট নিতে তার লেগেছে মাত্র ১৬ বল। তবে ১৬ বলের মধ্যে পাঁচ উইকেট নেওয়া তৃতীয় বোলার সিরাজ।
তার আগে এই কীর্তি রয়েছে শ্রীলংকার চামিন্দা ভাস ও যুক্তরাষ্ট্রের আলী খানের। তবে সিরাজ যেন মুক্তি দিলেন বাংলাদেশকে। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এক ওভারেই চার উইকেট নিয়েছিলেন ভাস।
একই বছর লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ওভারে চার উইকেট তুলে নিয়েছিলেন মোহাম্মদ সামি। এরপর ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ।
এবার শ্রীলংকার মাটিতেই সেই কীর্তি গড়লেন সিরাজ। তবে সেরা বোলিং ফিগারের কীর্তিতে শ্রীলংকার অজন্তা মেন্ডিসকে ছাড়াতে পারলেন না ২৯ বছর বয়সী সিরাজ।
এশিয়া কাপে এই ভারতের বিপক্ষেই ২০০৮ সালে করাচিতে মেন্ডিস দেখিয়েছিলেন স্পিন যাদু। মাত্র ১৩ রান নিয়ে তিনি তুলে নিয়েছিলেন ৬ উইকেট।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন