সমুদ্র তলায় ১৪ পায়ের আরশোলা!
20 July 2020, Monday
পৃথিবীতে যত প্রাণী এসেছে সেগুলো পরিবেশের সঙ্গে টিকতে না পেরে হারিয়ে গেছে। এমনকি ডায়নোসরও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু কোটি বছরের পুরনো আরশোলা বা তেলাপোকা নিজ যোগ্যতায় টিকে আছে। এবার সমুদ্রের তলায় পাওয়া গেল ১৪ পায়ের রাক্ষুসে আরশোলা। এতবড় ভয়ানক আরশোলা দেখামাত্রই শিউরে উঠেছেন গবেষক দল।
বিজ্ঞানীদের দাবি পুরনো প্রাণীদের মধ্যে আরশোলার অস্তিত্ব সবচেয়ে পুরনো। কোট বছর টিকে থাকা আরশোলা শুধু বাড়ির দেয়াল বা রান্না ঘর নয়। এটি সমুদ্রের নিচেও নিজেদের বসবাস উপযোগী জায়গা খুঁজে নিয়েছে। এরা বাড়ির তেলাপোকার চেয়ে হাজারগুন হিংস্র। সিঙ্গাপুরের একদল গবেষকের দাবি তারা এমনই হিংস্র একটি আরশোলা ভারত মহাসাগর থেকে ধরেছেন। তার ১৪টি পা রয়েছে।
জানা গেছে, ১৪ দিনের জন্য পশ্চিম জাভার উপকূলে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের পিটার ও তার সহকর্মীরা। সেখানে প্রায় ১২ হাজার গভীর সমুদ্রের জীব সংগ্রহ করেছেন। তার মধ্যে একটি হলো এই তেলাপোকা। এটি একবারেই নতুন আবিষ্কৃত একটি প্রাণী। তার নাম রাখা হয়েছে ‘বাথিওনোমাস রাক্ষস’। এই রাক্ষুসে আরশোলার সাইজ ২০ ইঞ্চি বা ৫০ সেন্টিমিটার। এখন পর্যন্ত বিজ্ঞানের বইয়ে ঠাই পাওয়া প্রাণীদের মধ্যে দ্বিতীয় বড় আইসোপড। এর ডাকনাম দেওয়া হয়েছে সমুদ্রের আরশোলা।
ব্রেকিংনিউজ
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন